রাজনীতিরাজ্য

নির্দল প্রার্থীদের সমর্থনের ঘোষণা জোড়া-ফুল বিধায়কের!

Mamata Banerjee:নির্দল প্রার্থীদের সমর্থনের ঘোষণা জোড়া-ফুল বিধায়কের! - West Bengal News 24

দলনেত্রীর সাফ নির্দেশের পর আর প্রার্থী তালিকা বদলের সুযোগ প্রায় নেই। কিন্তু তারপরও তালিকা নিয়ে ক্ষোভ, অসন্তোষ থামছে না। এবার পুরপ্রার্থী তালিকা নিয়ে প্রকাশ্যে সরব হলেন উত্তরদিনাজপুরের ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ইসলামপুর পুরসভায়র ভোটে বিধায়কের মনোনিতদের প্রার্থী না করাতেই যত সমস্যা।

শুধু ক্ষোভ দেখিয়েই ক্ষান্ত হননি শাসক দলের এই বিধায়ক, বরং সুর চড়িয়ে বলেছেন টিকিট না পেয়ে তাঁর ঘনিষ্ঠরা যদি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তাঁদের সমর্থন করবেন আব্দুল করিম চৌধুরী।

ইসলামপুর পুরসভার মোট ৮টি ওয়ার্ডে নিজের পছন্দের লোকেদের নাম প্রার্থী হিসেবে সুপারিশ করে রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়েছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। কিন্তু বিধায়ক ঘনিষ্ঠ মাত্র তিন জনকে টিকিট দিয়েছে দল। পুরসভার ৩, ৪, ৫, ৬, ৮, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে নিজের লোকেদের টিকিট দেওয়ার সুপারিশ কয়েছিলেন করিম সাহেব। এর মধ্যে কেবল ৩, ৬ ও ১২ নম্বর ওয়ার্ডেই তাঁর পছন্দের ব্যক্তিদের দল টিকিট দিয়েছে।

আরও পড়ুন: ‘প্রমাণ হলে ইস্তফা দেব’, মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে পাল্টা রাজ্যপালের

এরপরই ফোঁস করে ওঠেন ইসলামপুরের বিধায়ক। তাঁর নিশানায় জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। জেলা সভাপতি এক্ষেত্রে ‘ষড়যন্ত্র’ করে বিধায়কের ঘনিষ্ঠদের নাম প্রার্থী তালিকা থেকে বাদ দিয়েছেন বলে অভিযোগ আব্দুল করিম চৌধুরীর। তিনি বলেছেন, ‘জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল আমার বিরুদ্ধে চক্রান্ত করেছেন।

আমাকে অন্ধকারে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আমাকে হেনস্তা করা হচ্ছে। আমার অস্তিত্ব মুছে ইসলামপুর দখল করার চেষ্টা করছে বাকিরা।’

এরপরই বোমা ফাটান তৃণমূল বিধায়ক। হুঁশিয়ারির সুরে বলেন, ‘ওই পাঁচটি ওয়ার্ডে টিকিট না পাওয়া দলের কর্মীরা নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে আমি তাঁদের সমর্থন দেব। কোনও মতেই তৃণমূল প্রার্থীদের হয়ে বলব না। তবে বাকি সব ওয়ার্ডে তৃণমূলের প্রার্থীদেরই সমর্থন করব।’

এপ্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘কোনও ষড়যন্ত্র নেই। দল যাঁকে মনে করেছে সেই প্রার্থী হবেন। তাঁকেই সকলকে সমর্থন করতে হবে। বিধায়কের নির্দল প্রার্থীদের সমর্থনের ঘোষণা দলবিরোধী।’

আরও পড়ুন ::

Back to top button