Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
হলিউড

৯৪তম অস্কারে যারা মনোনয়ন পেলেন

৯৪তম অস্কারে যারা মনোনয়ন পেলেন - West Bengal News 24

বিশ্ব চলচ্চিত্রের বহুল প্রতীক্ষিত আয়োজন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। যার অপর নাম ‘অস্কার’। ৯৪তম আসরটি আগামী ২৭ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে।

সিনেমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্ত ও অনুরাগীরাও। শেষ হয়েছে অপেক্ষার পালা। ঘোষণা করা হয়েছে এবার অস্কারের জন্য মনোনয়নপ্রাপ্তদের নাম।

এই বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করেছেন লেসলি জর্ডান এবং ট্রেসি এলিস রস। ভ্যারাইটি রিপোর্ট অনুসারে, ৯৪তম বার্ষিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা ‘অস্কার অ্যাওয়ার্ডস ২০২২’ এবিসি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে৷

একাধিক সঞ্চালক অনুষ্ঠানটি পরিচালনা করবেন বলেও জানা গেছে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক নাম প্রকাশ করা হয়নি।

২০২২ সালের জন্য অস্কারের সেরা সিনেমা হিসেবে মনোনয়ন পেয়েছে বেলফাস্ট, কোডা, ডোন্ট লুক আপ, ড্রাইভ মাই কার, ডিউন, কিং রিচার্ড, লিকোরিস পিৎজা, নাইটমেয়ার অ্যালি, দ্যা পাওয়ার অফ দ্যা ডগ এবং ওয়েস্ট সাইড স্টোরি।

আরও পড়ুন : এবার প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাশমিকা

সেরা প্রধান অভিনেতা হিসেবে তালিকায় আছেন হাভিয়ার বারদেম (বিইং দ্য রিকার্ডোস), বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্যা পাওয়ার অব দ্যা ডগ), অ্যান্ড্রু গারফিল্ড (টিক, টিক…বুম!), উইল স্মিথ (কিং রিচার্ড), ডেনজেল ওয়াশিংটন (দ্যা ট্র্যাজেডি অব লেডি ম্যাকবেথ)।

সেরা প্রধান অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেসিকা চ্যাস্টেইন (দ্যা আইস অব টেমি ফেই), অলিভিয়া কোলম্যান (দ্যা লস্ট ডটার), নিকোল কিডম্যান (বিইং দ্যা রিকার্ডোস), পেনেলোপি ক্রুজ (প্যারালাল মাদারস), ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেন্সার)।

সেরা পার্শ্ব-অভিনেতা হিসেবে তালিকায় আছেন কিয়ারান হাইন্ডস (বেলফাস্ট), ট্রয় কাটসার (কোডা), জেসি প্লেমনস (দ্যা পাওয়ার অব দ্যা ডগ), জে. কে. সিমন্স (বিইং দ্যা রিকার্ডোস), কোডি স্মিথ-ম্যাকফি (দ্যা পাওয়ার অব দ্যা ডগ)।

সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জেসি বাকলি (দ্যা লস্ট ডটার), আরিয়ানা ডিবোজ (ওয়েস্ট সাইড স্টোরি), জুডি ডেঞ্চ (বেলফাস্ট), কির্স্টেন ডান্সট (দ্যা পাওয়ার অব দ্যা ডগ), আনজোনুই এলিস (কিং রিচার্ড) তালিকায় রয়েছেন।

সেরা পরিচালক হিসেবে তালিকায় আছেন কেনেথ ব্রানা (বেলফাস্ট), রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার), পল থমাস অ্যান্ডারসন (লিকোরিস পিৎজা), জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ), স্টিভেন স্পিলবার্গ (ওয়েস্ট সাইড স্টোরি)।

এছাড়াও স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমার তালিকায় অ্যাফেয়ার্স অব দ্য আর্ট, বেস্টিয়া, বক্সব্যালে, রবিন রবিন, দ্যা উইন্ডশিল্ড ওয়াইপার মনোনয়ন পেয়েছে। স্বল্পদৈর্ঘ্য সিনেমা হিসেবে আলা কাচু-টেক অ্যান্ড রান, দ্যা ড্রেস, দ্যা লং, গুডবাই, অন মাই মাইন্ড, প্লিজ হোল্ড তালিকায় আছে।

এছাড়া আরও বেশ কিছু ক্যাটাগরিতে দেওয়া হবে অস্কার।

আরও পড়ুন ::

Back to top button