Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

হিজাব বিতর্কে মুখ খুললেন মালালা

Malala Yousafzai : হিজাব বিতর্কে মুখ খুললেন মালালা - West Bengal News 24

দক্ষিণের রাজ্য কর্নাটকের হিজাব বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। এক টুইটে ঘটনাটিকে তিনি ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছেন। খবর বিবিসির।

টুইটারে মালালা লিখেছেন, ‘হিজাব পরে মেয়েদের স্কুলে ঢুকতে দেয়া হচ্ছে না। এটা ভয়ঙ্কর ঘটনা।’

এরপরই রাজনীতিকদের উদ্দেশে তিনি বলেন, ‘মুসলিম নারীদের কোণঠাসা করার চেষ্টা আপনারা এবার বন্ধ করুন।’

হিজাব বিতর্কের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কর্নাটকে সব স্কুল-কলেজ তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মঙ্গলবার কর্নাটনের মুখ্যমন্ত্রী বাসাভরাজ ভোমাই এ ঘোষণা দেন।

এ প্রেক্ষাপটে কর্নাটকের হাইকোর্ট বলেছে, ‘আমরা যুক্তি ও আইন দ্বারা পরিচালিত হবো, আবেগ বা ভাব দ্বারা নয়।’

কর্নাটকের দুটি কলেজে হিজাব পরার কারণে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেয়া হয়নি। এর জেরে ওই শিক্ষার্থীরা বিক্ষোভ দেখান। তাদের সঙ্গে একমত হয়ে আরও বেশ কিছু শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা গেছে।

এর জেরে পাল্টা বিক্ষোভে নামেন আরেক দল শিক্ষার্থী। তারা কলেজের পোশাকের পাশাপাশি গেরুয়া শাল পরে বিক্ষোভ দেখাতে থাকেন। কোনো কোনো কলেজে গেরুয়া পতাকা উড়াতেও দেখা যায়।

মঙ্গলবার মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজে হিজাব বিরোধী বিক্ষোভ হয়েছে। কিছু বিক্ষোভকারীকে ‘জয় শ্রীরাম’ বলে স্লোগানও দিতে দেখা গেছে।

আরও পড়ুন: সন্ত্রাসের কারণ দেখিয়ে বিশ্বের ১৬ দেশে হিজাব নিষিদ্ধ

এ প্রেক্ষাপটে মুসলিম শিক্ষার্থীরা বলছেন, তারা সমতা চান এবং তারা হিজাব নিষিদ্ধ করার আগপর্যন্ত তা পরেই যাবেন।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী প্রলহাদ যোশি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের নির্দেশিত ড্রেস কোড সব শিক্ষার্থীকে মানতে হবে। রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমাদের দেখতে হবে এইসব লোক কারা, যারা শিক্ষার্থীদের উসকানি দিয়ে চলেছে।

Malala Yousafzai : হিজাব বিতর্কে মুখ খুললেন মালালা - West Bengal News 24

কলকাতাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে সোমবার বলা হয়, হিজাব বিতর্কের আঁচ ইতোমধ্যেই কর্নাটকের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রদেশ এবং পুদুচেরিতে পৌঁছে গেছে।

পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, তাই দেবাঙ্গিরি, শিমোগা, বাগালকোটের মতো উত্তেজনাপ্রবণ এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button