আন্তর্জাতিক

বিশ্ব করোনা শনাক্তের সংখ্যা ৪০ কোটি ৮৬ লাখ ছাড়িয়েছে

Coronavirus Update : বিশ্ব করোনা শনাক্তের সংখ্যা ৪০ কোটি ৮৬ লাখ ছাড়িয়েছে - West Bengal News 24

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৮৫৪ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ২৩ লাখ ৩ হাজার ৪০৬ জন। এর আগে গতকাল (শুক্রবার) ১০ হাজার ৬৫৪ জনের মৃত্যু এবং ২৩ লাখ ৮৯ হাজার ৬৬৬ জন আক্রান্ত হয়েছিলেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ব এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার ১৩৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৮ লাখ ১৯ হাজার ৩৫৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার ৪৯৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৯৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২১৫ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ হাজার ৮৪৪ জন এবং আক্রান্ত ১ লাখ ৩৮ হাজার ৫৩৩ জন। রাশিয়ায় আক্রান্ত ২ লাখ ৩ হাজার ৯৪৯ জন এবং মৃত্যু ৭২২ জন, ব্রাজিলে আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার ৩ জন এবং ‍মৃত্যু ১ হাজার ১২১ জন, ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন এবং মৃত্যু ৩২৯ জন, জাপানে আক্রান্ত ১ লাখ ৯৭ জন এবং মৃত্যু ১৭৫ জন, তুরস্কে আক্রান্ত ৯৫ হাজার ৬৫ জন এবং ‍মৃত্যু ২৫৩ জন, নেদারল্যান্ডসে আক্রান্ত ৮০ হাজার ৬১০ জন এবং মৃত্যু ১৯ জন, ইতালিতে আক্রান্ত ৬৭ হাজার ১৫২ জন এবং মৃত্যু ৩৩৪ জন। যুক্তরাজ্য আক্রান্ত ৫৮ হাজার ৮৯৯ জন এবং মৃত্যু ১৯৩ জন।

আরও পড়ুন : ঘোড় দৌড়বিদকে বিয়ে করার কারণ জানালেন বিল গেটস কন্যা

বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগী সংখ্যা ৭৪ কোটি ২৬ লাখ ১ হাজার ২৮২ জন। এরমধ্যে ৭৪ কোটি ১৭ লাখ ২ হাজার ৬৭৪ জন মৃদু উপসর্গ বহন করছেন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৮৮ হাজার ৬০৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

আরও পড়ুন ::

Back to top button