বিচিত্রতা

ডাইনোসারের সবচেয়ে বড় প্রজাতির জীবাশ্মের সন্ধান

ডাইনোসারের সবচেয়ে বড় প্রজাতির জীবাশ্মের সন্ধান - West Bengal News 24

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ডাইনোসরের সবচেয়ে বড় প্রজাতির জীবাশ্মের সন্ধান পেয়েছে। এই প্রজাতির নাম দেয়া হয়েছে ‘দ্য সাউদার্ন টাইটান’ বা দক্ষিণাঞ্চলীয় দানব। তারা জানিয়েছেন, এটি অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া সবথেকে বড় ডাইনোসর ছিল।

বিশ্বের বিভিন্ন স্থানে দানবীয় ডাইনোসরের শরীরের অংশ বা জীবাশ্ম পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার এই প্রজাতিটি সবথেকে বড় ১৫টি প্রজাতিগুলোর একটি। এটির উচ্চতা ছিল ২১ ফুট এবং এটির দৈর্ঘ্য ছিল প্রায় ১০০ ফুট। এটি একটি বাস্কেটবলের কোর্টের সমান আকৃতির ছিল।

কুইন্সল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথম এর হাড় পাওয়া যায়। গত এক দশক ধরে এই হাড় নিয়ে গবেষণা চলে। এরপরই বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন এটি আসলে একটি ভিন্ন প্রজাতির ডাইনোসর।

আরও পড়ুন ::

Back to top button