জাতীয়

সুরঙ্গে আটকাপড়া ৭ শ্রমিক উদ্ধার!

সুরঙ্গে আটকাপড়া ৭ শ্রমিক উদ্ধার! - West Bengal News 24

মধ্যপ্রদেশের কাটনি জেলার স্লেমানাবাদে বার্গি খাল প্রকল্পের একটি নির্মাণাধীন সুড়ঙ্গে আটকা পড়া ৯ শ্রমিকের মধ্যে ৭ জনকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া বাকিদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে রাজ্যের ইমার্জেন্সি ডিজাসটার রেসপন্স ফোর্সের (এসডিইআরএফ) সদস্যরা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সরকারি কর্মকর্তারা একথা জানান। এর আগে শনিবার স্লেমানাবাদে বার্গি খাল প্রকল্পের একটি নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে পড়ে। ফলে সেখানে আটকা পড়ে ৯ শ্রমিক।

এদিকে উদ্ধার তৎপরতার দিকে নজর রেখেছেন রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি (হোম) রাজেশ রাজোরা।

আরও পড়ুন: গাড়িচাপা দিয়ে কৃষক হত্যা, জামিন পেলেন সেই মন্ত্রীর ছেলে!

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে এসডিআরএফ সদস্যরা একটি খাদ খনন করে আটকা পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।

কাটনির জেলা কালেক্টর ও পুলিশের এসপি পুরো উদ্ধার অভিযান তদারকি করতে ঘটনাস্থলে অবস্থান করছেন।’

স্লেমানাবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সঙ্ঘ মিত্র বলেন, ‘আটকা পড়া শ্রমিকরা উদ্ধারকর্মীদের ডাকে সাড়া দিচ্ছেন।

এদিকে এ ঘটনায় উদ্ধার হওয়া শ্রমিকদের সব ধরনের চিকিৎসা সেবা ও সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

আরও পড়ুন ::

Back to top button