ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করার প্রতিশ্রুতি দিয়ে উন্নয়নের সংকল্প যাত্রা করলেন সেখানকার তৃণমূল প্রার্থী অজিত মাহাতো।
জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর ‘তরুণ মুখ’ অজিতকে এবার ওই ওয়ার্ডে দলীয় প্রার্থী করেছে তৃণমূল। রবিবার এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ঘনশ্যাম সিংহকে অভিনব ভাবে সম্মান প্রদর্শন করেন অজিত। তাঁর কর্মসূচির ব্যানারে লেখা ছিল, ‘এলাকার বিদায়ী কাউন্সিলর ঘনশ্যাম সিংহ মহাশয় এলাকাবাসীর উন্নয়নে যথেষ্ট কাজ করেছেন। বকেয়া কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আশীর্বাদপ্রার্থী অজিত মাহাতো’।
আরও পড়ুন :: বেলপাহাড়িতে অনুরাগীদের আয়োজনে সুরসম্রাজ্ঞীকে স্মরণ
এদিন অজিতের সংকল্প যাত্রায় ছিলেন ঘনশ্যাম সিংহ, শহর যুব তৃণমূলের সহ-সভাপতি উজ্জ্বলকান্তি পাত্র, তৃণমূলের জেলা আইটি সেলের ডাম্পি নন্দী সহ অনেকেই। অজিতের ওয়ার্ডে বামেদের প্রার্থী হয়েছেন সিপিআইয়ের তরুণ মুখ প্রতীক মৈত্র। ওই ওয়ার্ডে জবরদস্ত লড়াই হবে বলে মনে করছেন শাসক-বিরোধী উভয় শিবির।

অজিত বলেন, ‘‘প্রাক্তন কাউন্সিলর এত ভাল কাজ করেছেন যে তার তুলনা হয় না। এলাকায় কাঁচা রাস্তা নেই। যথেষ্ট কাজ হয়েছে। আগামী দিনে এলাকার বাসিন্দাদের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।’’ বিরোধী প্রার্থী প্রতীক অবশ্য তাঁর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন।
প্রতীক বলছেন, ‘‘তৃণমূলের কর্মীরা প্রচারে নানা ভাবে বাধা দিচ্ছে। আমাদের ব্যানার-পোস্টার ছিঁড়ে দিচ্ছে। বামেদের প্রচার কর্মসূচির সামনে খেলা হবে ডিজে বাজানো হচ্ছে। আমাদের দেওয়ালও দখল করা হয়েছে।’’ অজিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘বিরোধীরা বুঝে গিয়েছে, ওদের জেতার আশা নেই। তাই এসব মনগড়া অভিযোগ করে প্রচার পেতে চাইছে।’’
তবে এলাকার ভোটাররা জানাচ্ছেন, দু’পক্ষই জোরদার প্রচার করছে। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না।