রাজ্য

রাজ্যের এই অঞ্চলে আজ বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত

West Bengal Weather Update: রাজ্যের এই অঞ্চলে আজ বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত - West Bengal News 24

সকালে কুয়াশা পরে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আজ, সোমবারও বৃষ্টির পূর্বাভাস। দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত পরিষ্কার আকাশ। তাপমাত্রা একই রকম থাকবে। বৃহস্পতিবার ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। এদিকে ঠান্ডায় জবুথবু অবস্থা ডুয়ার্স বাসীর।

সোমবার সকাল থেকে কুয়াশা না থাকলেও কালো মেঘে ঢেকেছে গোটা আকাশ ৷ সঙ্গে বইছে শীতল বাতাস।

আরও পড়ুন: চুরি করতে গিয়ে ধর্ষণ ৭০ বছরের বৃদ্ধাকে

তাই ঠান্ডায় নাজেহাল অবস্থা। ঠান্ডা এতটাই অনুভব হচ্ছে যে মনে হচ্ছে যেন শীত আবার ফিরে এসেছে। রাস্তার ধারে পাড়ার মোড়ে আগুন পোহাতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।

আজ, সোমবার কলকাতায় সকালে কুয়াশা পরে পরিষ্কার আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি নীচে।

গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি নিচে। মেঘলা আকাশের কারণেই দিনের তাপমাত্রা অনেকটাই নীচে ছিল রবিবার।

 

 

আরও পড়ুন ::

Back to top button