আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ২০৩ হামলা, ৭৪ সামরিক স্থাপনা ধ্বংস

Russia-Ukraine Crisis : ইউক্রেনে রাশিয়ার ২০৩ হামলা, ৭৪ সামরিক স্থাপনা ধ্বংস - West Bengal News 24

আজ সকাল ৯টার কিছু আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার ঘোষণা দেন। তিনি বলেন, সামরিক অভিযানের লক্ষ্য ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের ‘গণহত্যা’ থেকে রক্ষা করা। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ১০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা বৃহস্পতিবার ইউক্রেনের ১১টি বিমানঘাঁটিসহ ৭৪টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে। বার্তা সংস্থা আরআইএ এ তথ্য জানায়। স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশ করেছে।

আরও পড়ুন :: ‘যেসব কারণে’ ইউক্রেনে হামলা চালালো রাশিয়া

বৃহস্পতিবার ইউক্রেনের পুলিশ জানায়, রাশিয়া দিনের শুরু থেকে এ পর্যন্ত ২০৩টি হামলা চালিয়েছে। ইউক্রেনের ভূখণ্ড জুড়ে প্রায় সর্বত্র যুদ্ধ চলছে। ইমারজেন্সি সারভিস জানিয়েছে, ইউক্রেনের একটি সামরিক বিমান ১৪ জন যাত্রী নিয়ে রাজধানীর দক্ষিণে বিধ্বস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক আইন জারি করেছেন এবং রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন।

প্রেসিডেন্ট কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, ইউক্রেনীয় সৈন্যরা কার্যত পুরো সীমান্তজুড়ে রাশিয়ান বাহিনীর সঙ্গে লড়াই করছে। সামি, খারকিভ, খেরসন, ওডেসা অঞ্চলে এবং কিয়েভের কাছে একটি সামরিক বিমানবন্দরে প্রচণ্ড যুদ্ধ হয়।

আরও পড়ুন ::

Back to top button