জাতীয়

পুতিনকে ফোন দিয়ে যা বললেন নরেন্দ্র মোদি

Narendra Modi : পুতিনকে ফোন দিয়ে যা বললেন নরেন্দ্র মোদি - West Bengal News 24

ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া এবং ন্যাটো গোষ্ঠীর মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে, তা যে আন্তরিক এবং সৎ কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব- পুতিনকে সেই বার্তাও দিয়েছেন মোদি।

এর পাশাপাশি দ্রুত এই সংঘাত বন্ধেরও অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে, পুতিনের সবুজ সংকেতের পরই ইউক্রেনে আক্রমণ শুরু করেছে রুশ সেনা। যার তীব্র বিরোধিতা করেছে আমেরিকাসহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো। যে সংঘাতকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

আরও পড়ুন :: নবাব মালিকের গ্রেফতারের পর যে বার্তা দিলেন মমতা

এই পরিস্থিতিতে শান্তি ফেরানোর বার্তা নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন নরেন্দ্র মোদি। যেহেতু ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভাল, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাতে সামরিক হানা বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে অনুরোধ করেন; ইউক্রেনের রাষ্ট্রদূত সেই অনুরোধও করেছিলেন।

তবে দুই দেশের কূটনীতিকরা যে নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলবে, এ বিষয়ে সহমত পোষণ করেছেন ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদি।

আরও পড়ুন ::

Back to top button