আন্তর্জাতিক

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মালিতপোল দখলের দাবি রাশিয়ার

Ukraine Russia War Live Update : ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মালিতপোল দখলের দাবি রাশিয়ার - West Bengal News 24

রুশ সেনাবাহিনী চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দখল করার পর এবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালিতপোল দখল করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টির বরাত দিয়ে এ খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ইউক্রেনের জাপোরিঝজা অঞ্চলের এ শহরটিতে রাশিয়ার সেনাদের প্রবেশের খবর দিয়েছিল বার্তা সংস্থা টিএএসএস।

তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, শহরটিতে তাদের সেনাদের সঙ্গে রুশদের তুমুল লড়াই হচ্ছে।

আরও পড়ুন :: ইউক্রেনে ভয়ঙ্কর ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের আশঙ্কা, জেনে নিন এটি কী?

মালিতপোল মাঝারি আয়তনের একটি শহর। এর অবস্থান ইউক্রেইনীয় বন্দর শহর মারিওপোলের কাছে বলে জানিয়েছে বিবিসি।

সিএনএনের প্রতিবেদনে মালিতপোল শহরের বিমান ঘাঁটি থেকে কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথম দেশটির পক্ষ থেকে ইউক্রেনের একটি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানানো হল।

মালিতপোল শহরে আনুমানিক ১ লাখ ৫০ হাজার লোক বসাবাস করে।

আরও পড়ুন ::

Back to top button