ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম পৌরসভায় তৃণমূলের জয়জয়কার

স্বপ্নীল মজুমদার

jhargram municipality election 2022 result : ঝাড়গ্রাম পৌরসভায় তৃণমূলের জয়জয়কার - West Bengal News 24

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম পৌরসভা ফের নিজেদের দখলে রাখল তৃণমূল। ১৮ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডে জিতে বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত করে ফেলেছে শাসক দল।

তবে দু’টি আসনের মধ্যে এক নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন সিপিআইয়ের ছবি দাস মল্লিক। অন্যদিকে ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী পেশায় আইনজীবী কৌশিক সিনহাকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল প্রার্থী নবু গোয়ালা। বুধবার ঝাড়গ্রাম রাজ কলেজের মহিলা শাখার‌ ভোট গণনা কেন্দ্রে সকাল ৭ টার মধ্যেই হাজির হয়ে যান সব দলের প্রার্থী ও তাঁদের কাউন্টিং এজেন্টরা।

আরও পড়ুন :: ঝাড়গ্রামে শান্তিপূর্ণ পুরভোট, শাসকের নিরঙ্কুশ জয় নিয়ে জল্পনা

ভোট গণনা শুরু হয় সকাল ৮টায়। সকাল সাড়ে ৯টার মধ্যেই ১৮টি ওয়ার্ডের ফলাফল স্পষ্ট হয়ে যায়। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও তৃণমূলের প্রার্থীরা গণনা কেন্দ্রের বাইরে বেরিয়ে কর্মীদের সঙ্গে সবুজ আবির খেলার মেতে ওঠেন। সেখানে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানাতে আসেন জেলা তৃণমূলের চেয়ারম্যান বিরবাহা সরেন টুডু, ঝাড়গ্রামের বিধায়ক ও বন-ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু সহ জেলার নেতা-নেত্রীরা।

jhargram municipality election 2022 result : ঝাড়গ্রাম পৌরসভায় তৃণমূলের জয়জয়কার - West Bengal News 24

১০ নম্বর ওয়ার্ডে কে জিতবেন তা নিয়ে ঝাড়গ্রামবাসীর মধ্যে আগ্রহ তুঙ্গে ছিল। তবে বাম প্রার্থী সিপিআইয়ের প্রতীক মৈত্রকে ২১১ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো।

অজিতই নতুন পৌর বোর্ডের চেয়ারম্যান হবেন বলে সূত্রের খবর। ১৩ নম্বর ওয়ার্ডের বিজয়ী তৃণমূল প্রার্থী আর্য্য ঘোষ হলেন ঝাড়গ্রাম জেলা টিএমসিপির সভাপতি। তিনিও উপ পুর প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে তৃণমূল সূত্রে খবর।

আরও পড়ুন ::

Back to top button