রাজ্য
তৃণমূলের নিরঙ্কুশ জয় নিয়ে যা বললেন সুকান্ত মজুমদার
রাজ্যজুড়ে তৃণমূল ঝড় শুরু হয়ে গিয়েছে। ১০৮ টি পুরসভায় ঘাসফুলের কাছে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে বিরোধীরা।
একের পর এক পুরসভা তৃণমূল দখল করে নিয়েছে। এই ফলাফল প্রসঙ্গে এবার নিজের ক্ষোভ উগরে দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন :: ঝাড়গ্রাম পৌরসভায় তৃণমূলের জয়জয়কার
কার্যত প্রথম থেকেই বিজেপি অভিযোগ করে আসছে তৃণমূলী সন্ত্রাসের আবহে নজিরবিহীনভাবে এই ভোট হয়েছে। আর তাই সুকান্ত মজুমদার জানালেন, এই ভোট তাঁরা মানছেন না।
পাশাপাশি এই জয় তাঁদের কাছে গুরুত্বহীন। একইসাথে তিনি বলেছেন, এইভাবে জয় পরে বুমেরাং হয়ে তৃণমূলের দিকেই ফিরে যাবে। তবে বিশেষজ্ঞদের মতে, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই হারের পর একাধিক অভিযোগ আনতেই পারেন।
কিন্তু মানুষের কাছে তৃণমূলের জয় সার্বিকভাবে ধরা পড়ছে।