জাতীয়
ভাগলপুরে সিরিয়াল বিস্ফোরণ, মৃত ৭
বিহারের ভাগলপুরে পরপর বিস্ফোরণ। ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। জখম বহু। বিস্ফোরণের তীব্রতা বেশি থাকায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে।
আরও পড়ুন :: রাশিয়া থেকে এস-৪০০ ক্রয়: ভারতের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রে
ঘটনাস্থল ঘিরে ফেলে জেসিবিকে কাজে লাগিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, বারুদ, বাজি ও বোমা তৈরির জন্য এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ফরেন্সিক দলের তদন্তের পর এই ঘটনার বিভিন্ন দিক সামনে আসবে।
মন্তব্য করুন ..