Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রযুক্তি

বিচ্ছেদের পর এই প্রথম গেটসের সমালোচনা করলেন মেলিন্ডা

Bill Gates and Melinda French Gates Divorce : বিচ্ছেদের পর এই প্রথম গেটসের সমালোচনা করলেন মেলিন্ডা - West Bengal News 24

প্রথমবারের মতো বিশ্বে অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের সমালোচনা করেছেন তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ। বিচ্ছেদের পর তারা দুজনেই এর কারণ নিয়ে চুপচাপ ছিলেন; কেউ কোনো কথা বলেননি।

মেলিন্ডাকে নিয়ে গণমাধ্যমের সামনে বিল গেটসকেও কথা বলতে দেখা গেছে কম। মেলিন্ডাও কখনো প্রকাশ্যে সাবেক স্বামীর কোনো বদনাম করেননি।

তবে এবার মুখ খুললেন সেই মেলিন্ডাই। তিনি দুষলেন তার সাবেক স্বামী বিল গেটসকে।

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে বিল গেটসের একাধিকবার সাক্ষাৎ নিয়ে মেলিন্ডা এ সমালোচনা করেন।

আরও পড়ুন :: গুগলের ১০০ মিলিয়ন ডলারের শিক্ষা তহবিল: কলেজের প্রয়োজন শেষ!

গত বছরের মে মাসে বিচ্ছেদ হয় বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চের। মেলিন্ডা বলেন, তিনিও একবার এপস্টেইনের সঙ্গে দেখা করেছিলেন, যা ছিল তার জন্য এক ‘দুঃস্বপ্ন।’

তবে এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সম্পর্কের আদল কেমন ছিল, তা নিয়ে কোনো কথা বলেননি মেলিন্ডা।

সিবিএস টেলিভিশনের সাংবাদিক তাকে প্রশ্ন করেন, এপস্টেইনের সঙ্গে স্বামীর সম্পর্কের জেরেই কি তাদের বিচ্ছেদ হয়েছে?

জবাবে মেলিন্ডা বলেন, এটা ছিল অনেকগুলো কারণের একটি। মানবহিতৈষী মেলিন্ডার বর্তমান সম্পদের পরিমান ধরা হয় ৬০০ কোটি ডলার।

আরও পড়ুন ::

Back to top button