এবার রাশিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনল ন্যাটো
ইউক্রেনে চলমান সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ করেছে ন্যাটো। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে ন্যাটোর মহাসচিব ইয়েন স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে হামলার সময় রাশিয়া যে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে, তার প্রমাণ তারা পেয়েছেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার ক্লাস্টার বোমা ব্যবহার করতে দেখেছি। এবং আরও অন্য ধরনের গোলা ব্যবহার করার খবর পেয়েছি।
আরও পড়ুন :: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ যেভাবে শেষ হতে পারে
এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ন্যাটোর ইউক্রেনের আকাশে বিমান চলাচল নিষিদ্ধ করা কিংবা সে দেশে সেনা পাঠানোর কোনো বলেও জানান ন্যাটো মহাসচিব।
তবে ইউক্রেনকে অন্যভাবে সাহায্য করা হবে বলে জানান তিনি।
ইয়েন স্টলটেনবার্গ একই সঙ্গে এই হামলা বন্ধের জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বান জানান।