ঝাড়গ্রাম: দরজা খুলেই অবাক সতেরো বছরের কিশোরটি। হাসিমুখে দাঁড়িয়ে আছেন সদ্য ওই ওয়ার্ডের বিজয়ী তৃণমূল প্রার্থী।
পরীক্ষার্থীর হাতে উপহার, মিষ্টি, ফুল ও শুভেচ্ছাপত্র তুলে দিয়ে বিজয়ী প্রার্থী বলছেন, প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে জিতেছি। তোমরাও পরিশ্রম করে বিজয়ী হও।
ঝাড়গ্রাম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজয়ী তৃণমূল প্রার্থী অজিত মাহাতো শনিবার সন্ধ্যায় তাঁর এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি-বাড়ি গিয়ে শুভেচ্ছা জানালেন। প্রত্যেক পরীক্ষার্থীদের ফাইল, কলম, মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন অজিত। সেই সঙ্গে দিলেন একটি ছাপানো শুভেচ্ছাপত্র।
তাতে লেখা: ‘জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছো। পরীক্ষা ভাল করে দাও। তোমার সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় রইল আমার অফুরন্ত শুভেচ্ছা। ভাল থেকো। তোমাদের দাদা (অজিত মাহাতো)’।
পরীক্ষার আগে এমন শুভেচ্ছা ও উপহার পেয়ে এলাকার পরীক্ষার্থীরাও আপ্লুত। অজিত বলেন, “এই প্রথমবার নির্বাচিত হয়ে জন প্রতিনিধি হয়েছি। এলাকাবাসীর পাশে সব সময় থাকব।
মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার কাজ শুরু করলাম।” অজিত জানান, সোমবার পরীক্ষার দিনে যাতে পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে সেদিকেও তাঁর নজর থাকবে।