কক্ষপথে সামরিক স্যাটেলাইট পাঠিয়েছে ইরান
শুধু স্মার্টফোন ব্যবহারকারীরাই নন,এ বার থেকে সাধারণ মোবাইল ফোন ব্যবহারকারীদেরও তাৎক্ষণিক লেনদেনের সুযোগ দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক, আরবিআই। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সংস্থার নতুন ইউপিআই ১২৩ পে,পরিষেবার উদ্বোধন করেছেন।
এত দিন পর্যন্ত ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস, ইউপিআই অ্যাপ-এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা নগদহীন লেনদেনের সুযোগ পেতেন। এ বার সেই সুযোগ পাবেন দেশের প্রায় ৪০ কোটি সাধারণ ফোন ব্যবহারকারীও।
আরও পড়ুন: যুদ্ধে রাশিয়ার জেনারেল নিহতের দাবি ইউক্রেনের
পাশাপাশি, ডিজিটাল অর্থপ্রদান পরিষেবায় গ্রাহকদের সুবিধার জন্য ডিজিসাথী হেল্পলাইনও চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, ইউএসএসডি অর্থাৎ আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে ইউপিআই পরিষেবা পেয়ে থাকেন গ্রাহকেরা।
নতুন পদ্ধতিতে চারটি ব্যবস্থার মাধ্যমে সাধারণ মোবাইল ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন।এর মধ্যে রয়েছে আইভিআর ,ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স নম্বরে কল করা, মিসড কল ভিত্তিক পদ্ধতি, প্রক্সিমিটি সাউন্ড ভিত্তিক এবং কিছু সাধারণ ফিচার ফোনে ব্যবহারযোগ্য অ্যাপ ভিত্তিক অর্থপ্রদান পরিষেবা।