চার রাজ্যে রাজ্যসভার ভোটে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি
আগামী ৩১ মার্চ দেশের চার রাজ্যে ৮টি রাজ্যসভা আসনে উপনির্বাচন হতে চলেছে।
কেরল ও অসমে দুটি করে, হিমাচলপ্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরায়, নাগাল্যান্ডে একটি করে ফাঁকা হওয়া রাজ্যসভা আসনে ভোট হবে।
পাশাপাশি ৯ এপ্রিল পঞ্জাবের পাঁচটা রাজ্যসভা আসন খালি হবে । এর মধ্যে অসম, ত্রিপুরা সহ চার রাজ্যে রাজ্যসভার আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি।
The BJP announced the names of five candidates for the Rajya Sabha bypolls scheduled to be held on March 31.#RajyaSabha #BJP #Polls | @PoulomiMSaha https://t.co/ruzdkmX0r6
— IndiaToday (@IndiaToday) March 19, 2022
ত্রিপুরায় মানিক সাহা, পবিত্র মার্গারিটা অসমে, হিমাচলপ্রদেশে লিরান্দার কুমার, এস ফাংনন-কে নাগাল্যান্ড থেকে রাজ্যসভায় মনোনয়ন দিল বিজেপি। অসমের অন্য একটি আসনে শরিক দল ইউপিপিএল-কে দিল বিজেপি। যে আসনে প্রার্থী হলেন ইউপিপিএল সভাপতি প্রমোদ বোরো।