জাতীয়

চার রাজ্যে রাজ্যসভার ভোটে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি

BJP : চার রাজ্যে রাজ্যসভার ভোটে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি - West Bengal News 24

আগামী ৩১ মার্চ দেশের চার রাজ্যে ৮টি রাজ্যসভা আসনে উপনির্বাচন হতে চলেছে।

কেরল ও অসমে দুটি করে, হিমাচলপ্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরায়, নাগাল্যান্ডে একটি করে ফাঁকা হওয়া রাজ্যসভা আসনে ভোট হবে।

পাশাপাশি ৯ এপ্রিল পঞ্জাবের পাঁচটা রাজ্যসভা আসন খালি হবে । এর মধ্যে অসম, ত্রিপুরা সহ চার রাজ্যে রাজ্যসভার আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি।

ত্রিপুরায় মানিক সাহা, পবিত্র মার্গারিটা অসমে, হিমাচলপ্রদেশে লিরান্দার কুমার, এস ফাংনন-কে নাগাল্যান্ড থেকে রাজ্যসভায় মনোনয়ন দিল বিজেপি। অসমের অন্য একটি আসনে শরিক দল ইউপিপিএল-কে দিল বিজেপি। যে আসনে প্রার্থী হলেন ইউপিপিএল সভাপতি প্রমোদ বোরো।

আরও পড়ুন ::

Back to top button