আন্তর্জাতিক

রাশিয়া ‘যুদ্ধাপরাধ’ ঢাকার চেষ্টা করছে: জেলেনস্কি

Volodymyr Zelenskyy : রাশিয়া ‘যুদ্ধাপরাধ’ ঢাকার চেষ্টা করছে: জেলেনস্কি - West Bengal News 24
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি ছবি সংগৃহীত

রাশিয়া ‘যুদ্ধাপরাধ’ ঢাকার চেষ্টা করছে বলে জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহরে রুশ বাহিনীর হাতে তিন শতাধিক মানুষ নিহত এবং নির্যাতনের শিকার হয়েছে। আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, বুচার শহরের রাস্তায় পড়ে থাকা বেসামরিক নাগরিকদের মরদেহের হৃদয়বিদারক ছবি দেখার পর রাশিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে।

কিয়েভের আশপাশে আরও বেসামরিক নাগরিক হত্যার প্রমাণ পেয়েছে বিবিসি। তাদের মধ্যে চারজনকে রুশ বাহিনী গুলি করে হত্যা করেছে এবং তাদের একটি অগভীর গর্তে কবর দেওয়া হয়েছে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, বুচার গণহত্যার ঘটনায় পুতিনকে বিচারের মুখোমুখি হওয়া উচিত।

তবে রাশিয়ার দাবি, এসব ভিডিও ভুয়া। যে কারণে তারা তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করছে। যদিও দাবির স্বপক্ষে কোনো তথ্য-প্রমাণ দিতে পারেনি মস্কো।

বুচার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের ‍পশ্চিমা মিত্ররা।

আরও পড়ুন ::

Back to top button