বলিউড

অভিনেতা হলে একসঙ্গে অনেক জীবন বাঁচা যায়: রণভীর

Ranveer Singh : অভিনেতা হলে একসঙ্গে অনেক জীবন বাঁচা যায়: রণভীর - West Bengal News 24

বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেতাদেরর অন্যতম একজন রণভীর সিং। যিনি তার পরবর্তী কমেডি ড্রামা ‘জয়েশভাই জোর্দার’ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই অভিনেতা রাম-লীলা, পদ্মাবতী, বাজিরাও মাস্তানির মতো সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের।

পার করেছেন ক্যারিয়ারের অনেকটা সময়। সিনেমা প্রসঙ্গে অভিনেতা বলতে গিয়ে বলেন, ‘একজন অভিনেতা হওয়ার সেরা জিনিস হলো একজন অনেক জীবন পায়। অনেক রকম জীবনে সে বাঁচতে পারে।’

রণভীর বলেন, ‘অভিনেতা হওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো জিনিস হল আপনি এত বেশি জীবন যাপন করতে পারবেন এবং অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কারণ আমি যে চরিত্রটি অভিনয় করার জন্য বেছে নিয়েছি তা একে অপরের থেকে অসাধারণভাবে আলাদা।’

অভিনেতা আরও বলেন, ‘দর্শক যখন ‘ব্যান্ড বাজা বারাত’ দেখেছিল দীর্ঘ সময় ধরে তারা ভেবেছিল আমি দিল্লিতে জন্মেছি এবং সেখানে বড় হয়েছি। আমার ১১ বছরের ক্যারিয়ারে এটি অনেকবার ঘটেছে। এটি আমার কাছে সবচেয়ে বড় প্রশংসা। কারণ আমি মানুষকে বোঝাতে চাই আমি নিজেকে যে কোনো চরিত্রে রূপান্তর করতে পারি।’

আরও পড়ুন: রণবীরের বিয়েতে থাকবেন প্রাক্তন প্রেমিকারাও?

অভিনেতা স্পষ্ট করে বলেন ইন্ড্রাস্টি এবং দর্শকদের মধ্যে টাইপকাস্ট হতে চান না তিনি। দর্শকের জন্য যত্ন নিয়ে কাজ করে যেতে চান।

রামলীলা অভিনেতা জানান, ‘আমার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা কখনোই টাইপকাস্ট না হওয়া। এটি খুবই কঠিন কিন্তু আমি আমার স্ক্রিপ্টগুলো বেশ চিন্তাভাবনা করে বেছে নিই। ‘জয়েশভাই জোর্দার’ আমাকে এমন একটি চরিত্রে অভিনয় করার বিশাল সুযোগ এনে দিয়েছে। যার কোনো রেফারেন্স পয়েন্ট নেই।’

যশ রাজ ফিল্মসের ‘জয়েশভাই জোর্দার’ আগামী ১৩ মে মুক্তির কথা রয়েছে। রণভীর ছাড়াও সিনেমাটিতে থাকবেন অর্জুন রেড্ডি খ্যাত শালিনী পান্ডে।

আরও পড়ুন ::

Back to top button