বিনোদন

অভিনয়ের জন্য কলেজ ছেড়েছিলেন যে বলিউড তারকারা

অভিনয়ের জন্য কলেজ ছেড়েছিলেন যে বলিউড তারকারা

বলিউডের সেরামুখ গুলো আজ উজ্জ্বল তাদের অভিনয় গুণে। কোটি কোটি ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তারা। কিন্তু এটা হয়তো অনেকেই জানেন না যে তাদের মধ্যে অনেকেই কলেজ পালিয়ে কিংবা পড়ালেখা শেষ না করেই পাড়ি জমিয়েছিলেন বলিউডে।

শাহরুখ খান:

অভিনয়ের জন্য কলেজ ছেড়েছিলেন যে বলিউড তারকারা
শাহরুখ খান স্কুলের সর্বোচ্চ পদক ‘সোর্ড অফ অনার’ পেয়েছিলেন ঠিকই কিন্তু জামিয়া মিল্লিয়া ইসলামিয়াতে গণযোগাযোগে মাস্টার্স শেষ না করেই পাড়ি জমান বলিউডে।

সালমান খান:

অভিনয়ের জন্য কলেজ ছেড়েছিলেন যে বলিউড তারকারা
গোয়ালিওর থেকে প্রাথমিক পাস করেন, মুম্বাইয়ের সেন্ট স্ট্যানিসলস উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন কিন্তু ন্যাশনাল কলেজে ভর্তি হয়েও পড়াশোনা শেষ করেন নি ‘সল্লু ভাই’

আমির খান:

অভিনয়ের জন্য কলেজ ছেড়েছিলেন যে বলিউড তারকারা
থ্রি ইডিয়ট সিনেমায় পড়াশোনা সর্বোচ্চ স্থান পেলেও বাস্তবে কিন্তু তার উলটো ছিলেন তিনি। মুম্বাইয়ের নার্সি মঞ্জি কলেজে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেন নি কেননা আমিরের ঝোকঁ ছিল নাটকে।

রণবীর কাপুর:

অভিনয়ের জন্য কলেজ ছেড়েছিলেন যে বলিউড তারকারা
মুম্বাইয়ের এইচ আর কলেজে ভর্তি হয়েছিলেন গ্রাজুয়েশনের জন্য কিন্তু রণবীর গ্রাজুয়েশন শেষ করতে পারেন নি। কেননা তাকে টানছিল অভিনয়!

ক্যাটরিনা কাইফ:

অভিনয়ের জন্য কলেজ ছেড়েছিলেন যে বলিউড তারকারা
ক্যাটরিনাকে পিতামাতার সাথে বিশ্বের না না প্রান্তে ঘুরে বেড়াতে হত। তাই ফরমাল স্কুলে কখনই পড়া শেষ করেন নি বলিউডের এ তারকা।

দীপিকা:

অভিনয়ের জন্য কলেজ ছেড়েছিলেন যে বলিউড তারকারা
দীপিকা ডেনমার্কের কোপেনহেগেনে জন্মগ্রহণ করলেও এক বছর বয়সে বাবা মায়ের সাথে ভারত চলে আসেন। স্কুল শেষ করেন ভারতে। কিন্তু সমাজবিজ্ঞানে অনার্সে ইন্দিরা গান্ধি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হলেও তার ব্যাচেলর ডিগ্রি শেষ করা সম্ভব হয় নি।

কারিনা:

অভিনয়ের জন্য কলেজ ছেড়েছিলেন যে বলিউড তারকারা
মুম্বাইয়ের সরকারি আইন কলেজে ভর্তি হয়েছিলেন কারিনা কাপুর, কিন্তু অভিনয় জগতে চলে আসায় আইন পড়া তার অধরাই থেকে যায়।

আলিয়া ভাট:

অভিনয়ের জন্য কলেজ ছেড়েছিলেন যে বলিউড তারকারা
আলিয়া স্কুল শেষ করতে না করতেই করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ারে অভিনয় করে আলোচনায় আসেন। এরপরে কলেজে ভর্তি হলেও এখন তার কলেজ করার সময় কোথায়?

আরও পড়ুন ::

Back to top button