ঝাড়গ্রাম

রক্ত দিয়ে শিবিরের সূচনায় কাউন্সিলর নবু গোয়ালা

স্বপ্নীল মজুমদার

রক্ত দিয়ে শিবিরের সূচনায় কাউন্সিলর নবু গোয়ালা

ঝাড়গ্রাম: দল নয়, ব্যক্তিই শেষ কথা! আগেই প্রমাণ করেছেন। তিনি নবু গোয়ালা। ঝাড়গ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর।

এলাকার রক্তদান শিবিরে নিজেই প্রথমে রক্ত দিলেন নবু। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের বেনাগেড়িয়া কালী মন্দির প্রাঙ্গণে মানবতা ফাউন্ডেশন ও স্থানীয় ১৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের সহযোগিতায় ৮৬ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। শিবিরে এসে রক্তদাতাদের উৎসাহিত করেন পুরপ্রধান কবিতা ঘোষ, সাহিত্যিক খেরওয়াল সরেন, শিক্ষাব্রতী বিশ্বজিৎ সেনগুপ্ত প্রমুখ। শিবিরে প্রথম রক্ত দেন ওয়ার্ডের নির্দল কাউন্সিলর নবু গোয়ালা।

চলতি বছরের গোড়ায় নির্দলে প্রার্থী হওয়ায় নবুকে বহিষ্কার করে তৃণমূল। তৃণমূলের হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে নির্দলে জয়ী হন নবু। মূলত, নবুর অনুগামীরা মঙ্গলবার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় শিবিরটি সফল হয় বলে এলাকাবাসীর একাংশের দাবি।

নবু বলেন, ‘‘আমি প্রথমে নিজে রক্ত দেওয়ায় অনেকেই উৎসাহিত হন। রক্তদানে সবাইকে উৎসাহিত করাটাই আমাদের উদ্দেশ্য।’’

আরও পড়ুন ::

Back to top button