জাতীয়

ট্রেনে কাটা হাজারো লাশ উদ্ধার করেছেন তিনি, ট্রেনে কাটা পড়েই হলো মৃত্যু

ট্রেনে কাটা হাজারো লাশ উদ্ধার করেছেন তিনি, ট্রেনে কাটা পড়েই হলো মৃত্যু

সারাজীবন যিনি ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের দেহ উদ্ধার করে মর্গে পাঠাতেন, রেল দুর্ঘটনার বিষয়েও আমজনতাকে সতর্ক করতেন। রেল পুলিশের সেই সাব-ইনস্পেক্টর নিজেই মারা গেলেন ট্রেনের ধাক্কায়। ঘটনাটি ঘটেছে হরিয়ানায়।

খবরে বলা হয়, মৃত ওই পুলিশ কর্মকর্তার নাম ঈশ্বর সিংহ। গত ৩২ বছর ধরে পানিপত জিআরপিতে কর্মরত ছিলেন তিনি। ট্রেনে কাটা পড়লে ঈশ্বরই যেতেন সেই দেহ উদ্ধারে। তারপর সেই দেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করতেন।

ঈশ্বর সিংহের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই শুক্রবার সকাল ৭টায় কাজে গিয়েছিলেন তিনি। তারপরই খবর আসে স্টেশন থেকে ৫০০ মিটার দূরে রেললাইনের ওপর এক যুবকের দেহ পড়ে রয়েছে। সেই খবর পেয়ে ঈশ্বর ঘটনাস্থলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকের দেহ অ্যাম্বুল্যান্সে তুলে দেয়ার পর রেললাইন পার হচ্ছিলেন ঈশ্বর। তখনই দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের সামনে পড়ে যান তিনি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button