বলিউড

ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা, সামনে এলো ‘ইমার্জেন্সি’র টিজার

Emergency Teaser, Kangana Ranaut : ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা, সামনে এলো ‘ইমার্জেন্সি’র টিজার - West Bengal News 24

ভারতের ইতিহাসে একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। এটা বেশ পুরোনো খবর। নতুন চমক হলো, মাত্র ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে কঙ্গনা জানান দিলেন পর্দায় ইন্দিরা চরিত্র তার জন্যই যেন তৈরি। শুধু কেন্দ্রীয় চরিত্রে অভিনয় নয়, আপকামিং সিনেমা ‘ইমার্জেন্সি’র পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন কঙ্গনা নিজেই।

বৃহস্পতিবার (১৪ জুলাই) মুক্তি পেলো ছবিটির ফার্স্ট লুক টিজার। ‘মনিকর্ণিকা’র পর এটি কঙ্গনার দ্বিতীয় পরিচালনা। ইন্দিরা গান্ধীর যথাযথ লুক পেতে হলিউড থেকে মেকআপ আর্টিস্ট নিয়ে এসেছেন অভিনেত্রী। অস্কার জয়ী প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট ডেভিড মালিনস্কি কাজ করছেন ছবিতে।

কঙ্গনার ভাষ্য, ‘ইন্দিরা গান্ধীর বায়োপিক নয় এই ছবি। বরং একটি বড় প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে এটি রাজনৈতিক ছবি, যা বর্তমান প্রজন্মকে সাহায্য করবে ভারতের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝে নিতে।’

ছবিতে ১৯৭৫ সালে ভারতের জরুরি অবস্থার ২১ মাসের সময়কে বড় পর্দায় তুলে ধরছেন কঙ্গনা। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কঙ্গনার এই ছবিতে সেই সময়টাই তুলে ধরা হয়েছে।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টিজার শেয়ার করে কঙ্গনা লিখেছেন, সেই নারীকে নিয়ে এলাম, যাকে ‘স্যার’ বলা হতো। এছাড়া ফার্স্ট লুক আপলোড করে কঙ্গনা লিখেছেন, ‘ইমার্জেন্সি সিনেমার ফার্স্ট লুক। বিশ্বের অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত নারীর চরিত্রে অভিনয় করছি।’

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

আরও পড়ুন ::

Back to top button