পার্থ চ্যাটার্জি বোধহয় সারাজীবন কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন।
তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে বোধহয় তাঁর প্রত্যক্ষ যোগাযোগ আছে। ইডির হাতে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ‘ষড়যন্ত্র’ তত্ত্ব সম্পর্ককে এভাবেই আক্রমণ করলেন দলে তাঁর সতীর্থ বিধায়ক তাপস রায়।
তাপস রায় বলেন, ‘কী ষড়যন্ত্র সেটা কোর্ট বা তদন্তকারীদের কাছে বলুক।’ এখানেই না থেমে তাপস বলেন, ‘আসলে সারাজীবন বোধহয় ও কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে বোধহয় ওর প্রত্যক্ষ সম্পর্ক আছে। তাই সবকিছুর মধ্যে হয়তো ষড়যন্ত্র দেখত বলে এটার মধ্যেও ষড়যন্ত্র বা চক্রান্ত দেখছে। কী ষড়যন্ত্র সেটা কোর্ট বা তদন্তকারীদের কাছে বলুক।’
পার্থকে গ্রেপ্তার করার পর তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে ইডি। এরপর প্রথমে রাজ্য মন্ত্রিসভা এবং তারপর তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকেই অপসারণ করা হয় পার্থকে। অপসারণের পর সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে পার্থ জানিয়েছিলেন তিনি ষড়যন্ত্রের শিকার।
অন্যদিকে তাপস রায়ের এই বক্তব্যের প্রসঙ্গে সিপিএমের কলকাতা জেলা কমিটির সম্পাদক ও রাজ্য সম্পাদকমণ্ডলির সদস্য কল্লোল মজুমদার বলেন, ‘ষড়যন্ত্র তো একটা আছেই। কিন্তু তার মানে এটা নয় যে পার্থ এটা করেননি। তিনি এগুলো করেছেন এবং করতে দিয়েছেন। তবে একা নয়। সরকারকে সঙ্গে নিয়ে করেছেন। এখন ধরা পড়ে ব্যাপারটাকে ষড়যন্ত্র বলছেন। তবে আমার ব্যক্তিগত ধারণা, আগামী কয়েকদিনের মধ্যেই পার্থ ষড়যন্ত্রর কিছু অংশ প্রকাশ করবেন। কারণ, এছাড়া উপায় নেই।’
সূত্র : আজকাল