বর্ধমান

সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতিকে তলব করল সিবিআই

সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতিকে তলব করল সিবিআই

সরকারি সম্পত্তি আত্মসাতের মামলায় পূর্ব বর্ধমানের (Burdwan) আউশগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূলের ভাল্কি অঞ্চল সভাপতি জিতেন বাগদিকে তলব করল সিবিআই। তাঁকে অবশ্য দুর্গাপুর বা কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যেতে হবে না। ২ সেপ্টেম্বর দুপুর ৩টের মধ্যে জিতেনের বাড়িতে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা। এই মর্মে সিবিআইয়ের তরফে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে।যদিও জিতেন নোটিশের বিষয়টি স্বীকার করেননি।

দলীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন তৃণমূলের ভাল্কি অঞ্চল সভাপতির দায়িত্ব সামলেছেন অরূপ মিদ্যা। ৬ অগাস্ট তাঁকে সরিয়ে জিতেনকে সেই দায়িত্ব দেওয়া হয়। নয়া অঞ্চল সভাপতির দায়িত্ব পাওয়ার পরপরই সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হবে তাঁকে।

এবিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডু বলেন, ‘এরকম খবর আমার জানা নেই। তবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা চলছে। এসব করে কিছু লাভ হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে।’

বিজেপির জেলা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ‘আমরা তো বার বার আবেদন করেছি দুর্নীতিগ্রস্ত নেতাদের সিবিআই গ্রেপ্তার করে তদন্ত করুক। আগামীদিনে বাংলার দুর্নীতিবাজ নেতারা রেহাই পাবে না।’

আরও পড়ুন ::

Back to top button