Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউড

‘শাহরুখ অন্য কারও সঙ্গে থাকতে চাইলে, আমি ওর সঙ্গে থাকতে চাইব না’

‘শাহরুখ অন্য কারও সঙ্গে থাকতে চাইলে, আমি ওর সঙ্গে থাকতে চাইব না’

বলিউড অভিনেতা শাহরুখ খান এবং ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের একসঙ্গে পথচলার প্রায় ৩০ বছর হলো।

২০০৫ সালে গৌরী খান করণ জোহরের টক শো ‘কফি উইথ করণে’ সুজান খানের সঙ্গে হাজির হয়েছিলেন।

সেখানেই গৌরীকে প্রশ্ন করা হয়েছিল, এত নারীদের থেকে মনযোগ পান শাহরুখ, তিনি কখনও ‘নিরাপত্তাহীন’ বোধ করেন? এই প্রশ্ন শুনে খানিক বিরক্তি প্রকাশ করেছিলেন গৌরী।

শো চলাকালীন করণ জিজ্ঞাসা করেছিলেন, শাহরুখ ‘প্রতিদিন সুন্দরী নারীদের সঙ্গে দেখা করেন, তাদের সঙ্গে শ্যুটিং করেন, তাদের সঙ্গে ফিচার ফিল্ম তৈরি করেন। গৌরী কি নিরাপত্তাহীনতায় ভোগেন?’

জবাবে গৌরী বলেছিলেন, ‘প্রথমত, আমি এটা চিন্তা করে বিরক্ত হই যখন কেউ আমাকে এই প্রশ্নটি করে। আমি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যদি আমরা দুজন একসঙ্গে না থাকতাম, যদি ওকে অন্য কারও সঙ্গে থাকতে হয়, ঈশ্বর আমাকেও অন্য কাউকে খুঁজে দিন।

তিনি আরও যোগ করেন, ‘ও সুদর্শন এটা সত্যি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আমি এটি বলতে চাই। আমি অনুভব করি, যদি ও অন্য কারও সঙ্গে থাকতে চায়, আমি তাহলে ওর সঙ্গে থাকতে চাই না। আমি বলব, ঠিক আছে, দারুণ! আমাকেও অন্য কারও সঙ্গে যেতে দাও।’

বেশ কয়েক বছর ডেট করার পর, ১৯৯১ সালে বিয়ে করেন গৌরী ও শাহরুখ। ১৯৯৭ সালে তাদের বড় ছেলে আরিয়ানের জন্ম হয়। ২০০০ সালে মেয়ে সুহানার জন্ম। ২০১৩ সালে সবচেয়ে ছোট আব্রামা আসে তাদের কোল আলো করে।

মেয়ে সুহানা, জোয়া আখতারের ‘দ্য আর্চিস’য়ের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করতে প্রস্তুত।

সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবিতে শাহরুখকে দেখতে পাবেন ভক্তরা। ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম এবং আশুতোষ রানা প্রমুখ।

সব ঠিক থাকলে আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন ::

Back to top button