দঃ ২৪ পরগনা

পার্থ-অর্পিতা জেলে, নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো উদ্বোধন কার হাতে?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Naktala Udayan Sangha Durga Puja 2022 : পার্থ-অর্পিতা জেলে, নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো উদ্বোধন কার হাতে? - West Bengal News 24

গত বছরও মহালয়ার পরের দিন ছবিটা ঠিক এইরকম ছিল না। চারিদিক আলোয় ঝলমল করে উঠেছিল নাকতলা উদয়ন সংঘের মাঠ। ভিড় থাকত দর্শনার্থীদের। যদিও করোনার কারণে গত দু’বছর বিভিন্ন পুজোর উদ্যোক্তারা আয়োজনে রাশ টেনে ছিলেন। এ বছর অতিমারির দাপট স্তিমিত। কিন্তু নাকতলা উদয়ন সঙ্ঘের ক্ষেত্রে পট পরিবর্তন হয়েছে অন্য কারণেও৷

এ বার উদ্বোধনে অন্য বৈচিত্র্য আনা হয়েছে বলে জানালেন সংঘের সাধারণ সম্পাদক অঞ্জন দাস। এবছর এখানকার পুজোর উদ্বোধন খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষের হাতেই। এ বার তাঁদের পুজোর থিম সমাজের খেটে খাওয়া মানুষ এবং মোটা কাপড়৷

আরও পড়ুন :: টুপ করে খসে পড়বে, ওদের পতন শুরু হয়েছে’, বিজেপিকে তোপ মমতার

ফি বছরে পুজোর সঙ্গে জড়িয়ে থাকা, অন্যতম প্রধান উদ্যোক্তা পার্থ চট্টোপাধ্যায় আজ জেলবন্দি৷ এ যাবৎকাল ধরে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর ‘মুখ’ অর্পিতা চট্টোপাধ্যায়ও বন্দিনী৷ কিন্তু পুজোর যৌলুসে ভাটা পড়তে দেয়নি উদ্যোক্তারা। বুধবার বিকেলে উদ্বোধন হয় এই পুজোর৷ ৩৪ বছরের পুরনো এই পুজোয় এ বছর সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপের দ্বার খুলে দেওয়া হবে বুধবার রাত ৯ থেকে।

জানা যায়, গত ১১ বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে এসেছেন এই পুজোর৷ কিন্ত এ বার তাঁকে ইমেল পাঠিয়ে সাড়া মেলেনি। তাই বাস্তবের দুর্গা’-দের উপস্থিতিতেই পুজোর উদ্বোধন৷ এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা।

আরও পড়ুন ::

Back to top button