পর্যটন

ছবি তুললেই জেল জরিমানা যেসব অপূর্ব সুন্দর দেশে!

ছবি তুললেই জেল জরিমানা যেসব অপূর্ব সুন্দর দেশে!

ছবি তোলা নিষেধ। তাই বলে ভ্রমণের বাকেট লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না এই দেশগুলো। কারণ প্রতিটি দেশেই আছে চমৎকার সব ভ্রমণ স্থল। কিন্তু ঘুরতে গেলাম আর ছবি তুলতে পারলাম না তাহলে কিভাবে হবে? ছবির মাধ্যমেই তো আমরা তুলে আনি রাশি রাশি স্মৃতি, তারপর সেই স্মৃতির সাগরে ডুব দিয়ে কল্পনায় আবারও ভ্রমণ করি একই জায়গা!

নাহ! এত চিন্তার কিছু নেই। আপনাকে শুধু জানতে হবে নিয়মগুলো। যে দেশের যা রীতি মানতে হবে চুপচাপ। যে কোনো ছবি তোলাই নিষেধ নয়। কিন্তু এমন সব ক্ষেত্রে আছে নিষেধাজ্ঞা যেখানে ছবি তুলতে হাত নিশপিশ করবেই, আর ছবি তুললেই হবে জেল না হয় জরিমানা। ভিন দেশে এই ভোগান্তিতে পড়তে না চাইলে জেনে নিন নিয়মগুলো-

আমস্টারডাম, নেদারল্যান্ডস
লাল বাতির শহর আমস্টারডাম বিখ্যাত এখানকার ব্রথেলের জন্য। তবে চমৎকার সুন্দর সব ক্যানেল আর কফি শপ আছে এখানে। বেড়াতে যেতে কোনো বাঁধা নেই তবে ভুলেও ব্রথেলের কারও ছবি তুলতে যাবেন না। অবশ্য আপনি ক্যামেরা বহন করলেই বিপদে পড়বেন এখানে। সেটি ছিনিয়ে নিয়ে যাওয়া হবে। আর ভাগ্য যদি বেশি খারাপ হয় তাহলে মারধোর করতে পারে আপনাকে।

দক্ষিণ কোরিয়া
পথ চলতে চলতে শহর নগর গ্রাম দেখতে দেখতে তুলে ফেললেন কোনো রমণীর ছবি। ব্যাস, নিজের বিপদ ডেকে আনলেন নিজেই। আপনার উদ্দেশ্য যাই হোক না কেন আপনি যদি অনুমতি ছাড়া ছবি তোলেন তাহলে এটাকে ধরে নেওয়া হবে যৌন আগ্রাসন হিসেবে। এজন্য আপনার জরিমানা হবে ১০ মিনিয়ন ওন বা ৮ হাজার ডলার এবং ৫ বছরের জেল।

যুক্তরাষ্ট্র
এই দেশে দক্ষিণ কোরিয়ার মতো এমন রূঢ় আইন না থাকলেও ভিন্ন ধারার আইন আছে। এখানে কারও ব্যক্তিগত সম্পদের ছবি তোলা যাবে না। অর্থাৎ কোনো বাড়ি বা জায়গা দেখতে সুন্দর মনে হলো বা ভাবলেন শহরের একটা ভিডিও নিয়ে নিই তাহলেই যেকোনো মূহুর্তে আপনার হাতে পড়তে পারে হাতকড়া! অনুমতি নিয়ে ছবি তুলুন এবং পথে বা বাড়ির সামনের নিষেধাজ্ঞা চিহ্নগুলো খেয়াল করুন।

সংযুক্ত আরব আমিরাত
শেখদের প্রাসাদের ছবি তুলতে যাবেন না ভুলেও। সখের মূল্য দিতে হতে পারে ১ থেকে ৩ মাস জেল খেটে অথবা ১ হাজার ৩৬১ ডলার জরিমানার মাধ্যমে। শুধু প্রাসাদ নয়, আরও অনেক জায়গার ছবিই তোলা নিষেধ এখানে। সরকারি ভবন, নির্দিষ্ট সেতুসহ অনেক ভ্রমণস্থলের ছবি তোলা নিষেধ এখানে।”

উত্তর কোরিয়া
বিশাল কড়াকড়ির দেশ উত্তর কোরিয়া। এখানে হোটেল থেকে বের হওয়ার আগেই আপনাকে গাইড ঠিক করে নিতে হবে এবং তার কথা মতোই ভ্রমণ করতে হবে আপনাকে। ছবি তোলার আগেও তার অনুমতি দিতে হবে।

ইংল্যান্ড
সখের ছবি আপনি তুলতেই পারে কোনো সমস্যা নেই। তবে কমার্শিয়াল ফটোগ্রাফির জন্য আপনাকে অবশ্যই বিশেষ অনুমতি নিতে হবে। মেয়রের অনুমতি নিয়ে আপনি সর্বোচ্চ ট্রাফালগার স্কয়ার এবং সংসদ স্কয়ারের ছবি নিতে পারবেন।

জাপান
নির্দিষ্ট কিছু মন্দির এবং ভাস্কর্যের ছবি নেওয়া নিষেধ এখানে। এটাকে ধর্মীয় অবমাননা ধরে নেওয়া হয়। তাই জাপান ভ্রমণে অবশ্যই ছবি তোলার আগে জেনে নিন নিয়মগুলো।

আলজেরিয়া
দেশটির দক্ষিণাংশ খুবই রক্ষণশীল। পুরুষের ছবি তুলতেও অনুমতি লাগবে আপনার। নারীদের ছবি তুলতে হলে তাদের স্বামী, বাবা বা পারিবারিক বয়স্ক কোনো পুরুষের অনুমতি নিতে হবে। এমনকি সেতু, বাঁধ বা মিলিটারি কোনো বস্তুর ছবিও তোলা যাবে না এখানে।
নিয়ম মেনে ভ্রমণ করুন, নিরাপদ থাকুন। শুভ হোক আপনার পথচলা।

আরও পড়ুন ::

Back to top button