Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

গলছে হিমবাহ ! ২৫ বছরের মধ্যে অংশ হবে ভারত, ছাড় পাবে না বাংলাদেশ-পাকিস্তান

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

গলছে হিমবাহ ! ২৫ বছরের মধ্যে অংশ হবে ভারত, ছাড় পাবে না বাংলাদেশ-পাকিস্তান

আগামী ২৫ বছরের মধ্যে প্রবল বিপদের মুখে পড়তে পারে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। বাদ যাবে না নেপাল এবং মায়ানমার। চরম হুঁশিয়ারি দিল একদল বিজ্ঞানী। বৈশ্বিক তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে হিমালয় ও হিন্দুকুশ পর্বতমালার হিমবাহের জন্য হুমকি ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে।

২১০০ সাল নাগাদ এই হিমবাহের অর্ধেক গলে নিঃশেষ হবে। এর ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ নির্ভরশীল ১৬৫ কোটি মানুষের জীবন ভয়াবহ আকার ধারণ করবে। প্রথমে প্রবল বন্যা, আর তারপর অন্তহীন খরা—পুরো হিমালয়ের প্রভাব বলয়ে থাকা মানুষের জীবনে এটিই ভবিতব্য হতে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক নতুন একটি গবেষণা প্রতিবেদনে সম্প্রতি এই হুঁশিয়ারি জানানো হয়েছে।

কাঠমান্ডুতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ২১০ জন বিজ্ঞানী কাজ করেন এটি তৈরিতে। এই গবেষণা প্রতিবেদন তৈরিতে নেতৃত্ব দিয়েছেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (আইসিআইএমওডি) গবেষক ফিলিপাস ওয়েস্টার।

এই অঞ্চলের আটটি দেশের ২৫ কোটি মানুষের জীবন সরাসরি এর ওপর নির্ভরশীল।

এই অঞ্চলে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটু (কে২)। পৃথিবীর তৃতীয় মেরু নামে পরিচিত এই দুই পর্বতশৃঙ্গেই উত্তর ও দক্ষিণ মেরু ব্যতীত পৃথিবীর সবচেয়ে বেশি বরফ জমা রয়েছে। আগামী কয়েক দশকের মধ্যেই এই বরফ গলা আরও বাড়তে পারে।

আরও পড়ুন ::

Back to top button