Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

এক্তিয়ার বহির্ভূত কাজ…. রাজ্যপাল ‘বোসের’ কাজে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এক্তিয়ার বহির্ভূত কাজ.... রাজ্যপাল 'বোসের' কাজে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

নবান্ন-রাজ্যপাল সংঘাত এ রাজ্যে নতুন নয়। জগদীপ ধনখড়ের সময় থেকেই মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল দ্বন্দ্ব দৃঢ় হয়েছে। এবার নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফের একবার একহাত নিলেন মমতা। যা নিয়েই এখন জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়। সঙ্গে কিছুটা ধনখড় স্তুতিও শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে।

‘রাজ্যপাল দুর্নীতির বিষয়ে স্পেশাল সেল করছেন। এটা কিন্তু রাজ্যপালের কাজ নয়। যেটা রাজ্য সরকারের অধিকার, সেই অধিকারে হস্তক্ষেপ করছেন উনি। বাইরে থেকে এক্সপার্ট কেন আনছেন? রাজ্যে নেই? সরকার তো নাম পাঠাবে।’ পাশাপাশি তিনি এও বলেন, ‘ধনখড়ের সঙ্গে ঝগড়া হয়েছে। কিন্তু উনি এটা করেননি। কেরালা থেকে নিয়ে এসে ভিসি করে দিচ্ছেন। এডুকেশনের লোক নয় এমন লোকদের ভিসি করা হচ্ছে। পুরোটাই কেন্দ্রের নির্দেশে কাজ করছেন।’

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের একাধিক জেলায় অশান্তির ঘটনার প্রেক্ষিতে তৎপর হতে দেখা গিয়েছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে৷ অশান্তি, সংঘর্ষের মতো ঘটনা সম্পর্কিত অভাব অভিযোগ জানাতে রাজভবনে খোলা হয়েছিল ‘পিস রুম’৷ যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শাসকদলের একাধিক নেতামন্ত্রী৷ এবার তাতেই হল নতুন সংযোজন৷ নাম ‘অ্যান্টি কোরাপশন সেল’৷

দুর্নীতি যে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, এবার সেই বার্তা দিতেই পিস রুমে আরও একটি হেল্প লাইন নম্বর চালু করল রাজ ভবন। ১ অগাস্ট থেকে শুরু হয়েছে এই দুর্নীতি দমন সেল। ইতিমধ্যেই সেখানে গত ২৪ ঘণ্টায় দুর্নীতি সংক্রান্ত আট থেকে দশটি ফোন এসেছে বলে রাজ ভবন সূত্রে খবর।

আরও পড়ুন ::

Back to top button