রাজনীতিরাজ্য

অভিষেকের ধর্নামঞ্চে হাজির রুজিরা! রাজ ভবনের সামনে সাংসদপত্নীকে দেখে চমকে গেল তৃণমূল নেতৃত্ব

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Rujira Banerjee : অভিষেকের ধর্নামঞ্চে হাজির রুজিরা! রাজ ভবনের সামনে সাংসদপত্নীকে দেখে চমকে গেল তৃণমূল নেতৃত্ব - West Bengal News 24

অভিষেকের ধর্নামঞ্চে হাজির রুজিরা! রাজ ভবনের সামনে সাংসদপত্নীকে দেখে চমকে গেল তৃণমূল নেতৃত্ব। সচরাসচর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল বা অভিষেকের কোনও রাজনৈতিক কর্মসূচিতেই দেখা যায় না। কিন্তু এদিন কার্যত তৃণমূল নেতাদেরই চমকে দিয়ে রাত সাড়ে ৯টা নাগাদ রাজ ভবনের সামনে হাজির হন অভিষেক জায়া।

অরূপ বিশ্বাস সহ তৃণমূলের বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গেও কথাও বলতে দেখা যায় তাঁকে। যদিও মঞ্চের নীচেই ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির তদন্তের সূত্রে বার বারই চর্চায় উঠে এসেছে অভিষেক জায়ার নাম৷ একাধিক বার তাঁকে ডেকে জেরা করেছে ইডি৷

রাজ্যপালের দেখা না পাওয়া পর্যন্ত তিনি রাজভবনের সামনের মঞ্চেই রাত দিন বসে থাকবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘোষণায় রীতিমতো চমকে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রুজিরা বন্দ্যোপাধ্যায় হঠাৎ রাজ ভবনের ধরনা মঞ্চের সামনে হাজির হওয়ায় সেখানে উপস্থিত তৃণমূলের নেতা, কর্মীদের মধ্যেও যথেষ্ট শোরগোল পড়ে যায়৷

আরও পড়ুন ::

Back to top button