১৪ মাসের শিশুকন্যাকে ছুঁড়ে ফেললেন বাবা, কারন জানলে অবাক হবেন !
ওয়েবডেস্ক : স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় মেয়েকে ছুঁড়ে ফেলে দিলেন বাবা। গুরুতর চোট পাওয়া অবস্থায় ১৪ মাসের শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়েছে তার। জানা গিয়েছে, আদতে ওই দম্পতি বিহারের বাসিন্দা। কর্মসূত্রে তাঁরা থাকেন নয়ডার সেক্টর ২২-এর জে জে কলোনিতে।
নয়ডা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম জামশেদ। নয়ডাতেই শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। গত বৃহস্পতিবার দুপুরে আচমকাই ঝগড়া শুরু হয় জামশেদ এবং তাঁর স্ত্রীর মধ্যে।
ঝগড়া চলাকালীন হঠাত্ই নিজের ১৪ মাসের শিশুকে স্ত্রীর দিকে ছুঁড়ে দেন জামশেদ। ঘটনার আকস্মিকতায় মাটিতে ছিটকে পড়ে যায় মা ও মেয়ে। আহত অবস্থায় শিশু কন্যাকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
[ আরও পড়ুন : আগস্ট মাসেই সিনেমা হল খুলতে তত্পর তথ্য ও সম্প্রচার মন্ত্রক ]
এরপর অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে রেফার করা হয় দিল্লির একটি হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তার মৃত্যু হয়। নয়ডার সেক্টর ২৪-এর থানায় যুবকের নামে অভিযোগ দায়ের করেন বাচ্চাটির মা।
তার ভিত্তিতেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা রুজু হয়েছে শিশুটির বাবার বিরুদ্ধে। আপাতত তাকে জেলা হেফাজতে রাখা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে নয়ডা পুলিশ। জেরায় শিশুকন্যার বাবা অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে শিশুকন্যার মাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সুত্র: THE WALL