Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সম্পর্ক

নারীরা যে কারণে বয়স্ক পুরুষে আকৃষ্ট হন

নারীরা যে কারণে বয়স্ক পুরুষে আকৃষ্ট হন

নারী-পুরুষের আকর্ষণ জনম জনমের। বয়স বা জাত-ধর্ম কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। তবুও নারীরা বয়স্ক পুরুষের প্রতিই বেশি আকৃষ্ট হন। এ আকর্ষণের প্রধান কয়েকটি কারণও রয়েছে। আসুন জেনে নেই কারণগুলো সম্পর্কে-

১. বয়স্ক পুরুষদের মধ্যে যথেষ্ট ম্যাচিওরিটি থাকে, আকর্ষণের জন্য এটাই সবচেয়ে বড় কারণ।

২. বয়স্ক পুরুষ মানেই জীবনে প্রতিষ্ঠিত। তাদের আয় ও ভবিষ্যৎ নিশ্চিত।

৩. বয়স্ক পুরুষের ম্যানার্স বহু কমবয়সী নারীকে আকর্ষণ করে। রাশভারি ব্যক্তিত্বও অনেকের পছন্দ।

৪. অভিজ্ঞতার আলোকে বয়স্ক পুরুষ প্রেমিক হিসেবে একেবারে ভিন্ন মাত্রার।

৫. বয়স্কদের প্রেম একেবারে অন্যরকম, অনেক বেশি বাস্তবসম্মত। ফলে সম্পর্কও টিকে থাকে।

[ আরও পড়ুন : সম্পর্ককে অটুট রাখবেন যেভাবে! ]

৬. বয়স্ক পুরুষের বোঝাপড়া অনেক গভীর। তার কাছে শরীরের চেয়ে অগ্রাধিকার পায় মন।

৭. বয়স্ককে বিয়ে করলে বিচ্ছেদের সম্ভাবনা অনেক কম। বয়স্ক পুরুষরা সম্পর্কে থিতু হতে চান।

৮. ব্যক্তিত্ব, অভিজ্ঞতা, চার্ম মিলিয়ে যে ব্যক্তিত্ব সামনে আসে, তার কোনো তুলনা হয় না।

৯. যে কোনো বিপদে-আপদে পরামর্শ পাওয়া যায় তাদের কাছ থেকে।

১০. বয়স্কদের কথাবার্তা প্রেম-শরীর-সংসারের বাইরেও যায়। তাই সব বিষয়ে মেলে সুচিন্তিত মতামত।

১১. আবেগের ক্ষেত্রে বয়স্ক পুরুষরা অনেক বেশি পরিণত। ফলে সম্পর্কের স্থায়িত্ব বেশি।

১২. তরুণী পেলে বয়স্কদের মধ্যে শিশুসুলভ ব্যাপার চলে আসে, এটিও নারীরা বেশ পছন্দ করেন।

আরও পড়ুন ::

Back to top button