Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

সোনার ছেলে নীরজ চোপড়ার মুকুটে নয়া পলক!

Neeraj Chopra: সোনার ছেলে নীরজ চোপড়ার মুকুটে নয়া পলক! - West Bengal News 24

অলিম্পিকের ইতিহাসে অ্যাথলেটিক্সে দেশকে প্রথম সোনার পদক এনে দেওয়া নীরজ চোপড়া (Neeraj Chopra)-কে বড় সামরিক সম্মান দেওয়া হচ্ছে। আগামিকাল, ২৬ জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবসে সোনার ছেলে নীরজকে দেওয়া হচ্ছে ‘পরম বিশিষ্ট সেবা পদক’ (Param Vishisht Seva Medal )।

৪ রাজপুতানা রাইফেলের কর্মী নীরজকে এই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে।

আরও পড়ুন: সরকারের উন্নয়নমূলক ভিডিও শেয়ার করলেই মিলবে মুখ্য়মন্ত্রীর সঙ্গে নৈশভোজের সুযোগ

২০২০ টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস গড়েন হরিয়ানার নীরজ চোপড়া। ২০২১ সালে তিনি দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার জেতেন।

১৯৬০ সাল থেকে পরম বিশিষ্ট সেবা পদক দেওয়া হচ্ছে। দেশরক্ষায় নিযুক্ত সেনাকর্মী, সংরক্ষিত বাহিনি, নার্সিং অফিসার-অন্যান্য সদস্য ও আইনগতভাবে গঠিত সশস্ত্র বাহিনীসহ ভারতীয় সশস্ত্র বাহিনীর সকলস্তরের জন্য এই পুরস্কার।

 

আরও পড়ুন ::

Back to top button