মঞ্চে হার্ট অ্যাটাকে মৃত্যু, অভিনয় ভেবে দর্শকদের হাততালি (দেখুন সেই মুহূর্তের ভিডিও)
একটি ধর্মীয় অনুষ্ঠানে নাচার সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন রবি শর্মা নামের এক যুবক। গত শনিবার সন্ধ্যায় হনুমানের বেশে রাম ভজনের সুরে নাচতে গিয়ে তার মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মৈনপুরী শহরে।
ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডেসহ একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গণেশ পূজা উপলক্ষে মৈনপুরীতে গত শনিবার সন্ধ্যায় নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হনুমান বেশে রাম ভজনের সুরে নাচার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই লুটিয়ে পড়েন ওই যুবক।
কিন্তু হনুমানের পোশাকে থাকায় তার অসুস্থতার বিষয়টি প্রথমে বুঝতে পারেননি দর্শকরা। পরে অনেক সময় পেরিয়ে গেলেও ওই যুবক না ওঠায় সন্দেহ হয় সবার। পরে কাছে যেতেই বিষয়টি স্পষ্ট হয়। তড়িঘড়ি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রবি শর্মাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর থেকে এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মঞ্চে হনুমানের ভূমিকায় অভিনয় করে নাচতে নাচতে ওই যুবক হঠাৎ মঞ্চেই শুয়ে পড়েন। আর তখনই মর্মান্তিক এ ঘটনা ঘটে।
Man Dies While Playing Role Of Hanuman Viral Video
#मैनपुरी
गणेश मूर्ति पंडाल में युवक नाचते समय बेहोश होकर गिराहनुमान जी का रूप धर नाच रहा था युवक
जिला अस्पताल में डॉक्टरों ने मृत घोषित किया
मैनपुरी सदर कोतवाली के मोहल्ला बंशीगोहरा का मामला@mainpuripolice #HanumanJi #GaneshUtsav #network10 #ekdarpan pic.twitter.com/clHPTZSWm4
— Network10 (@Network10Update) September 4, 2022