রাজ্য

বাতিল ২০২১-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা! ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাতিল ২০২১-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা! ঘোষণা মুখ্যমন্ত্রীর - West Bengal News 24

বাতিল হয়ে গেল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কী পদ্ধতিতে দশম এবং দ্বাদশের পড়ুয়াদের মূল্যায়ণ করা হবে তা আগামী ৭ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। জনমতকে গুরুত্ব দিয়ে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয় সে বিষয়টিও দেখতে হবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মাধ্যমিক, সিবিএসই, আইসিএসসি সব বোর্ডের মূল্যায়ণ যেন একসঙ্গে করা হয়, সেই কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকালই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়া নিয়ে পড়ুয়াদের অভিভাবকদের মতামত চেয়েছিলেন। সেই মতো এদিন ৩৪ হাজারের কাছাকাছি ইমেল আসে। সেই ইমেলের মতামতের ভিত্তিতেই পরীক্ষা বাতিলের ষোষণা করা হল। ৮৩ শতাংশ মানুষ পরীক্ষা নেওয়ার বিপক্ষে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই বাতিল করা হল পরীক্ষা।

বিশেষজ্ঞ কমিটির সদস্যরাও জানিয়েছেন যে এবছর যেন পরীক্ষা না নেওয়া হয়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই সিবিএসই এবং আইএসসি পরীক্ষাও বাতিল করে কেন্দ্র।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button