রাজনীতিরাজ্য

দেহরক্ষীর খুনের মামলায় শুভেন্দু অধিকারীকে তলব করল সিআইডি(CID)

Suvendu Adhikari : দেহরক্ষীর খুনের মামলায় শুভেন্দু অধিকারীকে তলব করল সিআইডি(CID) - West Bengal News 24

দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু মামলায় অস্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু মামলায় তাঁকে তলব করেছে সিআইডি। সোমবারই ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীকে। ইতিমধ্যেই শুভেন্দুকে জিজ্ঞাসাবাদের জন্য বিশেষ দল তৈরি করেছে সিআইডি। অন্যদিকে, সোমবারই কয়লাকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি তলব করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি।

রাজ্যের বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই অস্বস্তি বেড়েই চলেছে শুভেন্দু অধিকারীর। এর আগে কাঁথি পুরসভার ত্রিপুল চুরি কাণ্ডেও তাঁর নাম জড়িয়েছিল। পরে শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যু মামলাতেও নাম জড়িযেছে নন্দীগ্রামের বিজেপি বিধাযকের। ২০১৮ সালে সেই সময়ের মন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী ছিলেন শুভব্রত চক্রবর্তী। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল শুভব্রতর। সেই ঘটনায় সম্প্রতি খুনের অভিযোগ দায়ের করেন শুভব্রতর স্ত্রী।

আরো পড়ুন : ‘কেউ তো গরু-ছাগল নয় যে জোর করে আটকে রাখব’, বিধায়কদের দলত্যাগ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

খুনের অভিযোগের ভিত্তিতেই এরকপর তদন্তভার হাতে নেয় সিআইডি। ইতিমধ্যেই শুভব্রত মৃত্যু-তদন্তে শউভেন্দুর কাঁথির বাডিতে একাধিকবার গিয়েছেন সিআইডির আধিকারিকরা। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী ও স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে তদন্তকারী অফিসারদের কথাও হয়েছে।

শুভব্রত চক্রবর্তী মৃত্যু তদন্তে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এবার শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের পালা। সোমবার বেলা ১১টায় ভবানী ভবনে সিআইডির সদর দফতরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তলব করেছে সিআইডি। শুভেন্দুকে ঠিক কী কী প্রশ্ন করা হবে ইতিমধ্যেই তার তালিকা তৈরি হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে সিআইডি তলবে সোমবার আদৌ ভবানী ভনে শুভেন্দু অধিকারী হাজিরা দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

আরো পড়ুন : এগরা শ্মশানের পাশ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

রাজ্যের বিরোধী দলনেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে বলে ইতিমধ্যেই অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে। আইনি পথেই এর মোকাবিলা হবে বলে জানিয়েছে বিজেপি। অন্যদিকে, সোমবারই দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি।

কয়লাকাণ্ডে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। এর আগে একই মামলায় অভিষেকের স্ত্রী রুজিরাকেও দিল্লির দফতরে হাজিরা দিতে বলেছিল ইডি। যদিও করোনা পরিস্থিতির মধ্যে দিল্লি-সফর বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করে ইডি হাজিরা এড়িয়েছেন রুজিরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন ::

Back to top button