বিচিত্রতা

মাসে দুবার পিরিয়ড, দুটি বিশেষ অঙ্গ নিয়ে দুশ্চিন্তায় এই নারী

Paige DeAngelo : মাসে দুবার পিরিয়ড, দুটি বিশেষ অঙ্গ নিয়ে দুশ্চিন্তায় এই নারী - West Bengal News 24
পেগি ডি অ্যাঞ্জেলো ছবি সংগৃহীত

মানুষ স্বভাবতই একটি জরায়ু ও বিশেষ অঙ্গ নিয়ে জন্মায়। তবে শারীরিক ত্রুটির কারণে অনেকেই অস্বাভাবিকভাবে জন্মায়। তেমনি এক মেয়ে জন্মেছিলো দুটি জরায়ু এবং দুটি বিশেষ অঙ্গ নিয়ে। অবাক হচ্ছেন নিশ্চয়ই! এমন অদ্ভুত শরীরের মানুষের কথা আজ জানাবো।

চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে সম্ভবত এটিই প্রথম। একজন নারীর শরীরে দুটি জরায়ু। শুধু তাই নয়, রয়েছে দুটি বিশেষ অঙ্গ। এই কারণে তিনি একইসময়ে পিরিয়ড এবং গর্ভ ধারণ করতে পারেন, যা খুব বিরল। তিনি আমেরিকার পেনসিলভেনিয়ার বাসিন্দা। নাম তার পেগি ডি অ্যাঞ্জেলো। ২০ বছর বয়সী এই পেগি ডি অ্যাঞ্জেলোর জরায়ুর বিশেষ সমস্যা আছে। তিনি দুটি প্রজনন প্রণালি নিয়েই জন্মগ্রহণ করেন।

Paige DeAngelo : মাসে দুবার পিরিয়ড, দুটি বিশেষ অঙ্গ নিয়ে দুশ্চিন্তায় এই নারী - West Bengal News 24
২০ বছর বয়সী এই পেগি ডি অ্যাঞ্জেলোর

পেগি ডি অ্যাঞ্জেলোর যেহেতু দুটি জরায়ু ও দুটি বিশেষ অঙ্গ, তাই তিনি একমাসে দুইবার পিরিয়ড হয়। যার অর্থ হলো, যদি তিনি দুটি জরায়ুর মধ্যে একটি থেকে গর্ভবতী হন, তাহলে অন্যান্য লক্ষণ না হওয়া পর্যন্ত, এটি সম্পর্কে জানতে পারবেন না। এমনকি দুটি থেকেই একইসময়ে গর্ভবতীও হতে পারেন তিনি।

জানা যায়, সাধারণ নারীর বিপরীতে অর্থাৎ পেগির শরীরে দুটি ঋতু চক্র সম্পন্ন হয়, যা উভয়ই জরায়ুর কারণে বিভিন্ন সময়ে ঘটে। এর অর্থ হলো, তিনি একটি গর্ভাবস্থার মাধ্যমে গর্ভধারণ করতে পারবেন এবং দ্বিতীয় গর্ভাবস্থায় পিরিয়ড অব্যাহত থাকতে পারে।

Paige DeAngelo : মাসে দুবার পিরিয়ড, দুটি বিশেষ অঙ্গ নিয়ে দুশ্চিন্তায় এই নারী - West Bengal News 24
পেগি এই অদ্ভুত শারীরিক সমস্যা সম্পর্কে জানতে পেরেছিলেন ১৮ বছর বয়সে

পেগি এই অদ্ভুত শারীরিক সমস্যা সম্পর্কে জানতে পেরেছিলেন ১৮ বছর বয়সে। তার অনিয়মিত পিরিয়ডের সমস্যার কারণে প্রথমবার স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান। পেগিকে প্রতি দুই সপ্তাহে একবার পিরিয়ডের মধ্যে যেতে হয়।পেগি যখন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান, তখন চিকিৎসকরা বিষয়টি বুঝতে পারেন। দেরি না করে পেগির মাকে তারা বিষয়টি খুলে বলেন। পেগি এই সমস্যা নিয়ে জানান, ‘পিরিয়ডের অনিয়ম নিয়ে চিন্তিত ছিলাম। এটি আসলে দুটি পৃথক জরায়ুর কারণে হয়। দুটি গর্ভাশয়ের কারণে একটি গর্ভাশয়ে পিরিয়ড বন্ধ হলে, অন্যটি শুরু হয়।

আরও পড়ুন ::

Back to top button