জাতীয়

কাশ্মীর, কেরালা, পশ্চিমবঙ্গ হতে পারে উত্তর প্রদেশ: যোগী

Yogi Adityanath: কাশ্মীর, কেরালা, পশ্চিমবঙ্গ হতে পারে উত্তর প্রদেশ: যোগী - West Bengal News 24

উত্তর প্রদেশের নির্বাচনে ভোটাররা ভুল করলে ভবিষ্যতে উত্তর প্রদেশ কাশ্মীর, কেরালা বা পশ্চিমবঙ্গ হতে পারে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বৃহস্পতিবার উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে ৫৮ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে জয়ী হলে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আরোহণ করবেন যোগৗ আদিত্যনাথ।

উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদব তাঁর প্রধান প্রতিদন্দ্বী।

দেশটির রাজনীতিতে প্রচলিত একটি কথা হচ্ছে, যে দল উত্তর প্রদেশে জয়ী হয়, তারাই দেশ শাসন করে। এ কারণে রাজ্যের নির্বাচনের প্রতি সবার মনোযোগ।

টুইটে শেয়ার করা এক ভিডিও বার্তায়, ক্ষমতাসীন বিজেপিকে ভোট দিতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান যোগৗ।

মুখ্যমন্ত্রী বলেন,‘আমার মনের কিছু কথা আমি বলতে চাই। এই পাঁচ বছরে অনেক চমৎকার ঘটনা ঘটেছে। সাবধান! যদি আপনি ভোট না দেন, তাহলে পাঁচ বছরের পরিশ্রম জলে যাবে।

আরও পড়ুন: আল্লাহর নাম নিলেই আমার সাহস বেড়ে যায়: মুসকান

কাশ্মীর, কেরালা ও পশ্চিমবঙ্গ হতে উত্তর প্রদেশের খুব বেশি সময় লাগবে না।’

বিজেপির এই নেতা আরো বলেন,‘আপনাদের ভোট আমার পাঁচ বছরের প্রচেষ্টার আশীবার্দ। ভোট দিয়ে আপনি নির্ভয়ে স্বাধীন জীবন কাটানোর নিশ্চয়তাও পাবেন।’

‘‘এখন কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। গত পাঁচ বছরে বিজেপি সরকার সব কাজ ত্যাগ ও সমঝোতার সঙ্গে করেছে। আপনারা সবকিছু বিস্তারিত দেখেছেন ও শুনেছেন।’’

উত্তর প্রদেশের মোট জনসংখ্যা প্রায় আড়াই কোটি। দেশটির পার্লামেন্টের নি¤œকক্ষ লোকসভায় প্রায় ৮০টি আসন আসে উত্তর প্রদেশ থেকে।

আরও পড়ুন ::

Back to top button