Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেট

পার্পল ক্যাপের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি কেকেআর তারকার

পার্পল ক্যাপের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি কেকেআর তারকার

পার্পল ক্যাপের তালিকায় রোজ ওঠানামা (IPL 2023)। রশিদ খান (Rashid Khan) একনম্বরে ছিলেন। বুধবারের ম্যাচের পর দুরন্ত ফর্মে থাকা আরসিবির মহম্মদ সিরাজ ফের রশিদের মাথা থেকে কেড়ে নিলেন বেগুনি টুপি। তবে পার্পল ক্যাপের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি কেকেআর তারকা বরুণ চক্রবর্তীর (Varun Chakrabarty)।

১. রশিদ খানকে (Rashid Khan) হটিয়ে এক নম্বরে উঠে এসেছেন মহম্মদ সিরাজ। এখনও অবধি ১৬তম আইপিএলে ৮টি ম্যাচে খেলে ৩২ ওভারে ২৩৪ রান খরচ করে ১৪টি উইকেট নিয়েছেন সিরাজ।

২. পার্পল ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন গত আইপিএলের চ্যাম্পিয়ন দলের সদস্য রশিদ খান। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ৭টি ম্যাচে খেলে মোট ২৪ ওভার বল করে ২২৬ রান দিয়ে ১৪ টি উইকেট নিয়েছেন।

৩. তালিকার ৩ নম্বরে উঠে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী (Varun Chakrabarty)। ৮ ম্যাচে খেলে তিনি ২৯.৪ ওভার বল করে ২৩৯ রান দিয়ে ১৩টি উইকেট নিয়েছেন তিনি।

৪. পাঞ্জাব কিংসের (Panjub Kings) = অর্শদীপ সিংয়ের উইকেট সংখ্যাও ১৩টি। ৭ ম্যাচে ২৫ ওভারে ২০৪ রান দিয়ে ১৩টি উইকেট সংগ্রহ করেছেন পঞ্জাব কিংসের তরুণ পেসার।

৫. বেগুনি টুপি দখলের লড়াইয়ে পাঁচে নেমে গিয়েছেন গত বারের আইপিএল রানার্স দলের সদস্য যুজবেন্দ্র চাহাল। গত আইপিএলে পার্পল ক্যাপ পেয়েছিলেন তিনি। এ বার এখনও অবধি ৭ ম্যাচে ২৮ ওভার বল করে ২২৬ রান খরচ করে ১২ টি উইকেট নিয়েছেন চাহাল।

৬. এই তালিকায় ৬ নম্বরে রয়েছেন সিএসকের তুষার দেশপান্ডে। ৭টি ম্যাচে খেলে ২৫.২ ওভার বল করে ২৭৮ রান দিয়ে ১২টি উইকেট নিয়েছেন তুষার।

৭. পার্পল ক্যাপের দৌড়ে সাত নম্বরে রয়েছেন পীযূষ চাওলা (Pijush Chawla)। এখনও অবধি চলতি আইপিএলে ৭টি ম্যাচে ২৭ ওভারে ১৯২ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন।

৮. পার্পল ক্যাপের দৌড়ে আট নম্বরে নেমে গিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড। ৪টি ম্যাচে ১৬ ওভার বল করে ১৩০ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন উড।

৯. সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও এই তালিকায় রয়েছেন। ৯ নম্বরে থাকা জাড্ডু এখনও অবধি ৭ ম্যাচে খেলে ২৪ ওভার বল করে ১৭৬ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন।

১০. চলতি আইপিএলে ৭টি ম্যাচে খেলে ২৭ ওভার বল করে ২০৩ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন মহম্মদ সামি। তিনি রয়েছেন পার্পল ক্যাপের দৌড়ে ১০নম্বরে।

গতকাল পর্যন্ত পার্পল ক্যাপের তালিকার দশম স্থানে ছিলেন তিনি। এক ম্যাচেই সব ওলটপালট। বুধবার আরসিবির ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন বরুণ চক্রবর্তী। তিনটি উইকেট ঝুলিতে পোরেন তিনি। বরুণদের স্পিনেই কুপোকাত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আরও পড়ুন ::

Back to top button