রাজ্য

মণিপুরের পরিস্থিতি উদ্বেগ প্রকাশ, হেল্পলাইন নম্বর চালু মুখ্যমন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মণিপুরের পরিস্থিতি উদ্বেগ প্রকাশ, হেল্পলাইন নম্বর চালু মুখ্যমন্ত্রীর

মণিপুরের পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করে ফের ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের যে বাসিন্দারা এই মুহূর্তে মণিপুরে আটকে রয়েছেন, তাদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ মণিপুরে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের জন্য হেল্পলাইন নম্বরও ট্যুইটারে জানিয়েছেন মমতা৷

এ রাজ্যের বহু বাসিন্দাই মণিপুরে থাকেন৷ ট্যুইটারে তাঁদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মণিপুর থেকে সাহায্য চেয়ে মানুষের যে ধরনের বার্তা এবং অনুরোধ পাচ্ছি, তাতে গভীর ভাবে উদ্বিগ্ন৷ মণিপুরের বাসিন্দা এবং সেখানে বসবাসকারী অন্যান্য রাজ্যের যে বাসিন্দারা অশান্তিতে আটকে পড়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন৷ পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে দাঁড়াতে দায়বদ্ধ এবং মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় রেখে যাঁরা আটকে পড়েছেন তাঁদের উদ্ধার করবে৷ অসহায় মানুষকে সাহায্যের জন্য মুখ্যসচিবকে (Chief Secretary) সেই নির্দেশ দেওয়া হয়েছে৷ আমরা মানুষের সঙ্গে সবসময় আছি৷ প্রত্যেকের কাছে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করছি৷’

জনজাতি সংঘর্ষে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মণিপুর৷ নামাতে হয়েছে সেনা৷ উন্মত্ত জনতার হাতে খুন হয়েছেন আয়কর আধিকারিক, সিআরপিএফ জওয়ান৷ পরিস্থিতি শান্ত করতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে মণিপুর সরকার (Government Of Monipur)৷ অশান্তি ছড়িয়েছে রাজধানী ইমফলেও৷

আরও পড়ুন ::

Back to top button