রাজ্য

পুনর্বাসন প্রকল্প নিয়ে ক্ষোভ, অভিষেককে সামনে পেয়ে দেওচা পাঁচামি নিয়ে অভিযোগ গ্রামবাসীদের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পুনর্বাসন প্রকল্প নিয়ে ক্ষোভ, অভিষেককে সামনে পেয়ে দেওচা পাঁচামি নিয়ে অভিযোগ গ্রামবাসীদের

দেওচা পাঁচামি কয়লা খনি প্রকল্প নিয়ে এবার তৃণমূল (Trinamool Congress) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সামনেই অভিযোগ করলেন গ্রামবাসীরা। মূলত যোগ্যতা বেশি থাকা সত্ত্বেও কেন পুলিশের সাধারণ চাকরি পুনর্বাসন হিসেবে দেওয়া হচ্ছে তা নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সামনে ক্ষোভ প্রকাশ করেন এক গ্রামবাসী। মূলত দেউচা – পাচামি কয়লা খনি প্রকল্পের পুনর্বাসন প্রকল্প হিসেবে পুলিশের চাকরি দেওয়ার পাশাপাশি একাধিক পুনর্বাসনের সুযোগ দিচ্ছে রাজ্য।

নিহত জওয়ান রাজেশ ওরাং-এর বাড়িতে যান। সেই সময়ই গ্রামবাসীরা সামনে পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) একের পর এক অভিযোগ করতে থাকেন। সেই অভিযোগের মধ্যেই এক গ্রামবাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পের পুনর্বাসন প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওই গ্রামবাসী বলেন “বি এ, এমএ ডিগ্রি থাকা সত্ত্বেও পুলিশের সাধারণ চাকরি দেওয়া হচ্ছে। অন্য কোন দফতরে চাকরি দেওয়া হচ্ছে না।” বিষয়টি তিনি দেখার আশ্বাস দেন ওই গ্রামবাসীকে।

বীরভূমের এই আদিবাসী অধ্যুষিত গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সামনে পেয়ে বাড়ি না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। যদিও কেন্দ্রীয় সরকার অনুমোদন না দেওয়াই বাড়ি দেওয়া যাচ্ছে না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গোটা বিষয়টি বুঝিয়ে বলেন গ্রামবাসীদের।

পাশাপাশি জলের সমস্যা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে Abhishek Banerjee) অভিযোগ জানান গ্রামবাসীরা। বর্তমানে দেউচা – পাচামি কয়লা খনি প্রকল্পের পুনর্বাসনের কাজ রাজ্য প্রশাসন করছে। ইতিমধ্যেই পুনর্বাসন প্রকল্পের মধ্যে একাধিক পুলিশে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছে রাজ্য প্রশাসন। পুনর্বাসন প্রকল্পের কি কি সুবিধা দেওয়া হবে তা নিয়েও রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button