Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

ব্যারাকপুরে দুষ্কৃতী তাণ্ডব – লজ্জিত অর্জুন ছাড়তে চান নিরাপত্তা, বেকায়দায় তৃণমূল কংগ্রেস

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Arjun Singh : ব্যারাকপুরে দুষ্কৃতী তাণ্ডব – লজ্জিত অর্জুন ছাড়তে চান নিরাপত্তা, বেকায়দায় তৃণমূল কংগ্রেস - West Bengal News 24

সোনার দোকানে ডাকাতিতে বাধা দিতে গিয়ে যুবক খুনের ঘটনায় ফের বিস্ফোরক অর্জুন সিং (Arjun Singh)। এবার নিজের নিরাপত্তা ছাড়তে চাইলেন ব্যারাকপুরের সাংসদ। ব্যারাকপুরে পরের পর দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় তিনি লজ্জিত বলেও দাবি করেছেন অর্জুন (Arjun Singh)৷ দাবি করেছেন, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশ চাইলে তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নিতে পারে৷

অর্জুনের (Arjun Singh) এই মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে শাসক দল৷ অর্জুন বিরোধী নেতাদের সুরে কথা বলছেন বলে পাল্টা ব্যারাকপুরের সাংসদকে কটাক্ষ করেছেন তৃণমূল (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)৷

ঘটনার সূত্রপাত গত বুধবার৷ সেদিন ভরসন্ধ্যায় ব্যারাকপুরের একটি সোনার দোকানে হানা দেয় চার জনের ডাকাত দল৷ লুঠপাটে বাধা দিতে গেলে ওই দোকানের মালিকের ছেলে ২৭ বছরের নীলাদ্রি সিংহকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা৷

এই ঘটনার পরই পুলিশের সমালোচনায় সরব হন অর্জুন সিং (Arjun Singh)৷ পুলিশের দক্ষতা নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন তিনি৷ গতকালই অর্জুন সিং (Arjun নিহত নীলাদ্রির বাড়িতে গিয়েছিলেন৷ ক্ষুব্ধ অর্জুন (Arjun Singh) বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে পুলিশের ভূমিকা সঠিক নয়৷ পুলিশ-প্রশাসনের উপরে মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে৷ তাতে আমাদের দলের ক্ষতি হবে৷

এখানেই না থেমে এ দিন আরও সুর চড়িয়েছেন অর্জুন (৷ ব্যারাকপুরের সাংসদ এ দিন দাবি করেন, কিছু দুষ্কৃতী জেল থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় এখনও তোলাবাজি চালিয়ে যাচ্ছে৷ যেভাবে ব্যারাকপুর এলাকায় দুষ্কৃতী তাণ্ডব দিন দিন বাড়ছে, তাতে এলাকার সাংসদ হিসেবে তিনি লজ্জিত বলেও দাবি করেন।

আরও পড়ুন ::

Back to top button