জাতীয়

নিয়োগ দুর্নীতিতে প্রধানমন্ত্রীর তোপের মুখে তৃণমূল, কটাক্ষ পরিবারতন্ত্র নিয়েও

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Narendra Modi on TMC : নিয়োগ দুর্নীতিতে প্রধানমন্ত্রীর তোপের মুখে তৃণমূল, কটাক্ষ পরিবারতন্ত্র নিয়েও - West Bengal News 24

নিয়োগ দুর্নীতি নিয়ে নাম না করে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ এ দিন দিল্লিতে রোজগার মেলার অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখতে গিয়েই চাকরির বিনিময়ে একটি রাজ্যে রেট কার্ড বানিয়ে টাকা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷

পরিবারতন্ত্রের প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী৷ কটাক্ষের সুরে প্রধানমন্ত্রী (Prime Minister) বলেন, যেভাবে হোটেলে খাবারের রেট কার্ড থাকে, সরকমই চাকরি বিক্রি করার জন্য রেট কার্ড তৈরি করা হয়েছে৷ প্রধানমন্ত্রী অবশ্য সরকারি অনুষ্ঠানের মঞ্চে সরাসরি তৃণমূল বা পশ্চিমবঙ্গের নাম নেননি৷ কিন্তু তার আক্রমণের লক্ষ্য কোথায় ছিল, তা স্পষ্ট হয়ে গিয়েছে৷

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবারতন্ত্রের রাজনীতি চলছে৷ কয়েক দিন আগে সংবাদমাধ্যমে আসা রিপোর্ট আপনারা দেখেছেন একটি রাজ্যে ক্যাশ ফর জবের দুর্নীতির তদন্তে এমন তথ্য উঠে এসেছে যা দেশের যুবসম্প্রদায়ের জন্য খুব বড় চিন্তার বিষয়৷’

মোদি (Narendra Modi) আরও বলেন, ‘ওই রাজ্যে কী হয়েছে ? হোটেলে যেমন খাবারের রেট কার্ড থাকে, তেমনই সরকারি চাকরির সব পদের জন্য রেট কার্ড রয়েছে৷ ছোট ছোট পদের জন্য গরিব মানুষকে লুঠ করা হচ্ছে৷ সাফাইকর্মীর জন্য এক রেট, ড্রাইভার, ক্লার্ক, টিচার, নার্সের চাকরির জন্য এক রেট৷ সব পদের জন্য রেট কার্ড আছে৷ কাটমানির কারবার চলছে৷ দেশের যুব সমাজ কোথায় যাবে৷ স্বার্থপর রাজনৈতিক দল চাকরির জন্য রেট কার্ড তৈরি করছে।

আরও পড়ুন ::

Back to top button