৩১৫ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে – বাহিনীকে নিয়ে কি পরিকল্পনা? রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
রাজ্য নির্বাচন কমিশনের আবেদনের ভিত্তিতে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই বরাদ্দ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministri)। এই বাহিনী কবে থেকে মোতায়েন হবে ? তা জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
সূত্রের দাবি , চিঠিতে জানতে চাওয়া হয়েছে যে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে , তা কোথায় কোথায় পাঠানো হবে ? কবে থেকে মোতায়েন করে এলাকা টহলদারির কাজ শুরু করবে? কি পরিকল্পনা করেছে রাজ্য নির্বাচন কমিশন জানতে চাওয়া হয়েছে চিঠি দিয়ে।
চিঠিতে বলা হয়েছে এই নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে , তাদের নোডাল অফিসারকে পুরো বিষয় বিস্তারিত জানাতে বলা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে , যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাহিনী এসে পৌঁছোবো বাংলায় , তাদের থাকার কী ব্যবস্থা করা হয়েছে ? পরিবহণ সহ অন্যান্য লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে মন্ত্রকের তরফে।
প্রসঙ্গত রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) ঘোষণা হওয়ার পর বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। এমন কি বেশ কিছু জেলায় মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনগুলোতে প্রাণহানির ঘটনাও ঘটে। বিরোধীদের তরফে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবি তোলা হয়।
এমনকি বিষয়টি গড়ায় হাইকোর্ট , সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষে হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে গত মঙ্গলবার কমিশনের তরফে চিঠি দিয়ে ২২ টি জেলার জন্য ২২ কোম্পানি বাহিনী চেয়ে পাঠানো হয়। যদিও তা নিয়েও জলঘোলা হয়।