Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রযুক্তি

Reliance Jio কি সত্যিই কোনও 5G প্ল্যান লঞ্চ করবে? ইঙ্গিত মুকেশ আম্বানির

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mukesh Ambani : Reliance Jio কি সত্যিই কোনও 5G প্ল্যান লঞ্চ করবে? ইঙ্গিত মুকেশ আম্বানির - West Bengal News 24

Reliance Jio কি সত্যিই কোনও 5G প্ল্যান লঞ্চ করবে ? ইঙ্গিত মিলল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৬ তম বার্ষিক সাধারণ সম্মেলনে। এদিন মুকেশ আম্বানি জানিয়ে দিলেন , ডিসেম্বর মাসের মধ্যেই একাধিক 5G প্রিপেড ও পোস্টপেড প্ল্যান লঞ্চ করবে Jio।

প্রসঙ্গত , দেশের বেশিরভাগ শহর এবং মফস্সলে ইতিমধ্যেই 5G চালু করে দিয়েছে Jio। কিন্তু সংস্থাটি এখনও পর্যন্ত সে ভাবে কোনও 5G প্রিপেড বা পোস্ট প্ল্যান লঞ্চ করেনি। গ্রাহক মহলে অনেক দিন ধরেই প্রশ্ন উঠছিল , 5G প্রিপেড বা পোস্ট প্ল্যান কবে নাগাদ লঞ্চ করবে মুকেশ আম্বানির সংস্থা।

যদিও Jio 5G পোস্টপেড বা প্রিপেড প্ল্যানের খরচ বা অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানাননি মুকেশ আম্বানি। তবে তিনি এটুকু জানিয়েছেন যে, ডিসেম্বরের শেষ দিকেই Jio 5G প্ল্যানগুলি লঞ্চ করে যাবে।

তাঁর কথায়, “চলতি বছরের ডিসেম্বর থেকে সারা দেশে, সমস্ত গ্রাহকের Jio 5G ব্রডব্যান্ড কানেকশনের চাহিদা পূরণ করা হবে।” তবে এর আগে মুকেশ বলেছিলেন, Jio 5G প্ল্যানগুলি বিশ্বের সবথেকে সস্তার প্ল্যান হিসেবেই লঞ্চ করা হবে।

৯৬ শতাংশ সেন্সাস শহরগুলিতে 5G চালু করা গিয়েছে এবং চলতি বছরের শেষ দিকে বাকি সব শহরে নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটানো হবে।

আরও পড়ুন ::

Back to top button