Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফুটবল

নেই অনলাইন সুবিধা, অফলাইন টিকিট বিক্রির সুযোগে ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে গ্রেপ্তার ব্ল্যাকার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নেই অনলাইন সুবিধা, অফলাইন টিকিট বিক্রির সুযোগে ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে গ্রেপ্তার ব্ল্যাকার

রবিবার বড় ম্যাচ। ডুরান্ডে আবারো ডার্বি। তবে ডার্বির আগে ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে ওরা কারা ? ইস্টবেঙ্গল ক্লাবের সামনে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের টিকিট বিক্রি হয়েছে বলে অভিযোগ।

কারা এত টাকায় বিক্রি করছে টিকিট? ইতিমধ্যেই পুলিশ চারজনকে টিকিট ব্ল্যাক করার অভিযোগে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃতরা হল অজয় শেঠ (৪৯), মুশির আহমেদ (৪৯), ওমপ্রকাশ শেঠ (৫১) ও মহম্মদ রশিদ (৫৩)। ইস্টবেঙ্গল ক্লাবের সামনে লেসলি ক্লডিয়াস সরণী থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

মোহনবাগান ফাইনালে উঠতেই টিকিট কাটার হিড়িক শুরু হয়ে যায়। ক্লাবের সামনে টিকিট কাটার জন্য ভিড় জমতে থাকে। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও টিকিট না পাওয়ার অভিযোগ উঠছিল।

ডুরান্ডে অনলাইনে টিকিট কাটার সুবিধা না থাকায় ভরসা অফলাইন। দুই ক্লাবই টিকিট ‘সোল্ড আউট’ এর নোটিস ঝুলিয়ে দিয়েছে। এর জেরে ক্লাবের সামনে বিক্ষোভও দেখান ইস্ট-বাগান সমর্থকেরা।

 

আরও পড়ুন ::

Back to top button