প্রযুক্তিশিক্ষা

পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের মুকুটে আরো এক পালক : বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ২ শতাংশ বৈজ্ঞানিকদের তালিকায় এক অধ্যাপক

পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের মুকুটে আরো এক পালক : বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ২ শতাংশ বৈজ্ঞানিকদের তালিকায় এক অধ্যাপক

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত সর্বশেষ তালিকা অনুসারে (পঞ্চম সংস্করণ) বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ২ শতাংশ বৈজ্ঞানিকদের তালিকায় পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরির অধীন চন্দননগর সরকারি মহিলা পলিটেকনিক কলেজের এক অধ্যাপক স্থান করে নিয়েছেন।

চন্দননগর সরকারি মহিলা পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলোজির অধ্যাপক ড. শৌভিক চক্রবর্ত্তী আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং ইমেজ প্রসেসিং বিভাগে বিশ্বের মধ্য ৩৭২৫ তম স্থান অর্জন করেছেন।

অধ্যাপক ড. শৌভিক চক্রবর্ত্তী হুগলি ব্রাঞ্চ (গভ:) স্কুলের প্রাক্তনী। উনি কল্যানী বিশ্ববিদ্যালয় থেকে এম.টেক. ও পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। এম.টেক. এ উনি বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। সমস্ত বিভাগ মিলিয়ে ভারতবর্ষের ৩৭৬১ জন স্বনামধন্য বৈজ্ঞানিক এই তালিকায় রয়েছেন।

তথ্যসূত্র :

আরও পড়ুন ::

Back to top button